BRAKING NEWS

মানসিক ভারসাম্যহীন বাংলাদেশি যুবকের অবৈধ প্রবেশে টানাপোড়েন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনায় ভারত-বাংলাদেশ সাব্রুম সীমান্তে উত্তেজনা ছড়িয়েছিল৷ কিন্তু, দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আলোচনায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে৷ দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক ড় দেবপ্রিয় বর্ধনের কথায়, মানসিক ভারসাম্যহীম এক ব্যক্তি সীমান্ত ডিঙ্গিয়ে এপাড়ে চলে আসেন৷ তিনি বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দিয়েছেন৷ তাকে মনু বনকুলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তার নমুনাও সংগ্রহ করা হবে৷


শুক্রবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার দশমীঘাট সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেন৷ তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ মতবিনিময় হয়৷ গতকাল দুই দফায় ফ্ল্যাগ মিটিং-এ সুরাহা হয়নি৷ ফলে, রাতে বিএসএফ ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেন৷ রাতেই তাকে মনুবনকুল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷


এ-বিষয়ে স্থানীয়দের বক্তব্য, গতকাল সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছিল৷ কয়েকদিন আগেও এক বাংলাদেশী মহিলা সীমান্ত ডিঙ্গিয়ে এপারে এসেছিলেন৷ ওই ব্যক্তিকে বাংলাদেশে ফেরানো নিয়েই টানাপোড়েন চলেছে৷ সূত্রের খবর, আজ বিএসএফ-এর আইজি সাব্রুম ছুটে গেছেন৷ তিনি বিজিবি-র সাথে বৈঠকে সমাস্যার সুরাহা হয়েছে৷


দক্ষিণ ত্রিপুরা জেলা শাসক ড় দেবপ্রিয় বর্ধন বলেন, গতকাল মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি ভারতে অবৈধভাবে প্রবেশ করেছেন৷ তাকে গতকাল বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি৷ তাই রাতে বিএসএফ ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছে৷ রাতেই তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাঁর দাবি, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হবে৷ রিপোর্টের উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *