পরিস্থিতি স্বাভাবিক থাকলে জুলাইয়ে কলেজগুলিতে বার্ষিক পরীক্ষা, পাশ-ফেল প্রথা নবম ও একাদশ শ্রেণিতে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ রাজ্যের ডিগ্রি ও ডিপ্লোমা কলেজগুলিতে বার্ষিক পরীক্ষা আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে৷ তবে সবকিছু ঠিক থাকলে, অর্থাৎ করোনা উদ্ভূত পরিস্থিতি আগামী দিনগুলিতে বর্তমানের মতো স্বাভাবিক থাকলেই তা অনুষ্ঠিত হবে, জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সাথে তিনি যোগ করেন, সরকারি বিদ্যালয়গুলিতে নবম ও একাদশ শ্রেণে পাশ-ফেল প্রথা অনুসরণ করা হবে৷


মন্ত্রী বলেন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কন্েন্টালার ও অন্যান্যদের নিয়ে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকেই কলেজগুলির পরীক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, জেনারেল ডিগ্রি কলেজের ক্ষেত্রে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ সেমিস্টার, ইঞ্জিনিয়ারিং কলেজগুলির ক্ষেত্রে ডিপ্লোমা স্তরে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ ও ডিগ্রির ক্ষেত্রে দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের পরীক্ষাগুলি জুলাইতে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷
শিক্ষামন্ত্রীর বক্তব্য, ইউজিসি-র গাইডলাইন অনুসরণ করে এই সময় পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে৷ তার আগে মে মাসে আরও ব্যাপকভাবে অনলাইন ক্লাস নেওয়ার উপর জোর দেওয়া হবে৷ বলেন, আগামী জুনে কলেজগুলিতে ব্যাপকভাবে পঠন-পাঠন শুরু হবে৷ তবে সবকিছুই করোনা সংক্রান্ত পরিস্থিতির ওপর নির্ভর করবে, বলেন মন্ত্রী রতনলাল৷


মন্ত্রী রতনলাল নাথ জানান, করোনা উদ্ভূত পরিস্থিতির কারণে ত্রিপুরার বিদ্যালয়গুলিতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার বিষয়টি আগেই ঘোষণা করা হয়েছে৷ তবে নবম ও একাদশ শ্রেণির ক্ষেত্রে পাশ-ফেল প্রথা অনুসরণ করা হবে৷ তাঁর কথায়, সিবিএসই-কে অনুসরণ করে ত্রিপুরায় এই ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তাঁর বক্তব্য, নবম শ্রেণির সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা আগেই অনুষ্ঠিত হয়েছে৷ একাদশ শ্রেণির যে বিষয়গুলির বার্ষিক পরীক্ষা নেওয়া যায়নি সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের ষাণ্মাষিক পরীক্ষার নম্বর যাচাই করে ছাত্রছাত্রীদের মূল্যায়ণ করা হবে৷


এদিন শিক্ষামন্ত্রী আরও জানান, ত্রিপুরার নিজস্ব বিশ্ববিদ্যালয় অর্থাৎ এমবিবি বিশ্ববিদ্যালয়ে কর্মাস ও কেমিস্ট্রি (রসায়ন), এই দুটি বিষয়ে ইনটিগ্রেটেড মাস্টার ডিগ্রি কোর্স চালু করার জন্য উদ্যোগ নেওয়া হবে৷ এই বিষয়েও গতকালের বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ তাছাড়া কিছু কর্মসংস্থানমুখী কোর্সও এমবিবি বিশ্ববিদ্যালয়ে চালু করার জন্যও সরকার চিন্তাভাবনা করছে৷ তিনি বলেন, ডিপ্লোমা-ইন জিএসটি, ডিপ্লোমা-ইন রিটেল অ্যান্ড সোশাল ম্যানেজমেন্ট, ডিপ্লোমা-ইন ইনসিওরেন্স রিস্ক ম্যানেজমেন্ট, এই কোর্সগুলি চালু করার চিন্তাভাবনা রয়েছে৷ এই ডিপ্লোমা কোর্সগুলির প্রতিটিই ১ বছরের হবে৷ তাছাড়াও ডিপ্লোমা-ইন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের ১ বছরের কোর্সও এমবিবি বিশ্ববিদ্যালয়ে চালু করার জন্য চিন্তাভাবনা করা হচ্ছে, জানান শিক্ষামন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *