হটস্পট থেকে আগত ১১জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ বহিঃরাজ্যের করোনা হটস্পট থেকে আগত ১১জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাছাড়া ১১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ আজ চুড়াইবাড়ি দিয়ে বহিঃরাজ্য থেকে মোট ৩৮২জন এসেছেন৷ আজ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, পণ্যবাহী গাড়ির চালক ও সহচালক ২৯৩জন, চিকিৎসা করে ফিরেছেন ৪৫জন এবং বহিঃরাজ্যে আটকে ছিলেন ৪৩জন আজ চুড়াইবাড়িতে এসেছেন৷

তাদের মধ্যে করোনা হটস্পট থেকে যারা এসেছেন এমন ১১জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে৷ ওই ১১জন সহ ১১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷
এদিকে, গতকাল ৭৪জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ২৩জনের রিপোর্ট নেগেটিভ হওয়ায় তাদেরকে বাড়িতে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চুড়াইবাড়ি অসম- ত্রিপুরা সীমান্ত এলাকার আশেপাশে ৬৩৬জন কোয়ারেন্টাইনে থাকার মতো ব্যবস্থা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *