BRAKING NEWS

ষাটোর্ধ বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল ৷৷ রহস্যজনক মৃত্যু এক বৃদ্ধার৷ ঘটনা বৃহস্পতিবার খোয়াই এর বারবিল গ্রামে৷ মৃত মহিলার নাম অঞ্জলি আচার্য৷ বয়স ৬৮ বছর৷ নিজ ঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মহিলার মৃতদেহ৷ এটি হত্যা না আত্মহত্যা তানিয়ে সংশয়ে পড়েছেন এলাকাবাসী৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিষয়টি নজরে আসে বারবিল এলাকার জনগণের৷ খবর যায় পুলিশে৷ ছুটে আসে খোয়াই থানার পুলিশ৷ পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায় খোয়াই হাসপাতালের মর্গে৷


উল্লেখ্য, মহিলা একমাত্র ছেলের সাথেই নিজ বাড়িতে বসবাস করতেন৷ ছেলের বউ এবং নাতি-নাতনিরা দুইমাস পূর্বে বাড়ি ছেড়ে চলে যায় ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে৷ ছেলে অমলেশ আচার্য দিবারাত্রি নেশাগ্রস্ত হয়ে থাকে৷ ঘটনার সময় অমলেশ নাকি বাড়িতে ছিল না৷ ঘটনার পর নাকি সে বাড়িতে আসে এবং মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়৷ কিন্তু এলাকাবাসীর বক্তব্য ঠিক উল্টো৷ এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী এটা আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত খুন৷


ছেলে নিজেই তার মাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ মিলেছে৷ পুলিশ সুষ্ঠু তদন্ত করলে বেরিয়ে আসবে আসল রহস্য৷ ঘটনার তদন্তে নেমেছে ঘোয়াই থানার পুলিশ৷ খোয়াইয়ের বারবিল গ্রামে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আসল রহস্য উদ্ঘাটনের জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *