মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়াটা অনৈতিক, কেন্দ্রের বিরুদ্ধে সরব এনএফআইআর

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি. স.):  কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ২০২১ সালের জুন পর্যন্ত মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং মহার্ঘ্য ত্রাণ (ডিআর) বন্ধ করে দেওয়া অনৈতিক পদক্ষেপ বলে জানিয়েছে রেলকর্মী সংগঠন এনএফআইআর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অবিলম্বে পুনর্বিবেচনা করে এই নিয়ম প্রত্যাহারের দাবি করা হয়েছে সংগঠনের তরফে।বৃহস্পতিবার এনএফআইআরের সাধারণ সম্পাদক এম রঘবেয়া জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা স্বেচ্ছায় রাষ্ট্রের সমর্থনে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।রেলের প্রতিটি কর্মী কেন্দ্রের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে দেশজুড়ে অত্যাবশ্যক পণ্যের জোগান বজায় রাখার তাগিদে মালগাড়ি ও পার্সেল সেবার জন্য কাজ করে চলেছে তারা। কর্মীদের সক্রিয় অংশগ্রহণের জেরে রেল আইসোলেশন সুবিধা প্রদানের জন্য ৫০০০ বেশি ট্রেনকে সংস্কার করে চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে ২০২১ এর জুন পর্যন্ত কর্মী ও পেনশন ভোগীদের মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ বন্ধ করে দিয়ে এক তরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এতে কর্মীদের মধ্যে নিরাশা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *