নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ করোনা আক্রান্তের সন্ধানে নমুনা সংগ্রহে আজ সোমবার থেকে আগরতলায় গাড়ি ব্যবহৃত হচ্ছে৷ তাতে অনেক সুবিধা রয়েছেঊ প্রথমত, ওই গাড়িতে করে নমুনা সংগ্রহে পিপিই কিট কম ব্যবহৃত হচ্ছে৷ তাছাড়া, বিভিন্ন জায়গায় ঘুরে ওই নমুনা সংগ্রহ করা যাচ্ছে৷ তেমনই, আজ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ এখন থেকে সন্দেহভাজনদের দরজায় গিয়ে নমুনা সংগ্রহের ব্যবস্থায় এই আয়োজন করা হয়েছে৷
এ-বিষয়ে ত্রিপুরার স্বাস্থ্য দফতরের আধিকারিক বলেন, আগরতলা পুর নিগমের তরফে পশ্চিম ত্রিপুরা জেলার প্রধান মেডিক্যাল অফিসারকে ওই গাড়িটি দেওয়া হয়েছে৷ তাতে, মানুষের কাছে গিয়ে নমুনা সংগ্রহ করা সহজ হবে৷ ওই আধিকারিকের কথায়, আজ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তারা হচ্ছেন প্রথম করোনা আক্রান্তের চিকিৎসায় নিযুক্ত স্বাস্থ্য কর্মীরা৷ এখন তাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন৷ আগামীকালের মধ্যে তাঁদের রিপোর্ট চলে আসবে৷
আধিকারিকটি বলেন, আজ পরীক্ষামূলক ভাবে আগরতলায় ওই গাড়িতে করে নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তাঁর বক্তব্য, ওই গাড়িতে নমুনা সংগ্রহে পিপিই কম ব্যবহৃত হচ্ছে৷ কারণ, শুধু যে প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছেন এবং তদারকি করছেন একমাত্র তিনিই পিপিই পরেছেন৷ নমুনা সংগ্রহের জন্য কোনও পিপিই পরতে হচ্ছে নাঊ তিনি শুধু গাড়ির ভেতর থেকে অত্যধিক সুরক্ষা বেষ্টনির মধ্যে নমুনা সংগ্রহ করছেন৷ এদিন তিনি আরও বলেন, বিভিন্ন মানুষের নমুনা সংগ্রহ আগেও হয়েছে৷ কিন্ত, এখন ইনফ্লুয়েঞ্জাজনিত রোগের লক্ষণ দেখা গেলেই পরীক্ষা করা হচ্ছে৷