নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ আগামী ২৯ এপ্রিল সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মূলতঃ কোভিড-১৯ এবং লকডাউন পরবর্তী পরিস্থিতি নিয়ে সমস্ত রাজনৈতিক দলের মতামত নিতেই রাজ্য সরকার এই বৈঠকের আয়োজন করেছে৷ ২৯ এপ্রিল মহাকরণে বিকাল ৪ টায় সচিবালয়ের ২ নং কনফারেন্স হলে হবে এই বৈঠক৷এই বৈঠকে প্রত্যেক রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে৷ সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান আইনমন্ত্রী রতন লাল নাথ৷
আইনমন্ত্রী আরও জানিয়েছেন, এই বৈঠকে পৌরোহিত্য করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ উপস্থিত থাকবেন থাকবেন বিরোধী দলনেতা, মুখ্য সচিব, উপমুখ্যমন্ত্রী, মন্ত্রী সভার কয়েকজন প্রতিনিধি, স্বাস্থ্য সচিব, অর্থ দপ্তরের সচিব, খাদ্য দপ্তরের সচিব সহ অন্যান্যরা৷ মোট আঠারটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের প্রতিনিধি পাঠানোর জন্য৷ সেই সাথে অনুরোধ করা হয়েছে দলের প্রতিনিধিরা যাতে লিখিত ভাবে তাদের বক্তব্য পেশ করেন৷
কোভিড-১৯ এবং লকডাউন পরবর্তীতে কি কি করনীয় এবং অন্যান্য দলের কি ধরনের পরামর্শ রয়েছে তা বৈঠকে আলোচনা হবে৷ প্রত্যেক দলের সভাপতি বা সম্পাদক এই বৈঠকে যাতে অংশ নেন তাব জন্য আমন্ত্রণ জানানো হয়েছে৷ সর্ব দলীয় বৈঠক থেকে প্রাপ্ত মতামত গুলি সরকার পরবর্তী সময়ে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে৷ আইনমন্ত্রী রতন লাল নাথ জানান, সচিবালয়ের ২ নং কনফারেন্স হলের আসন সংখ্যা ষাট৷ কিন্তু, সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে যতটা সম্ভব কম সংখ্যক লোকজনই বৈঠকে আমন্ত্রীত৷