নয়াদিল্লি, ২৭ এপ্রিল (হি. স.): শিল্পকলা ও সংস্কৃতি বর্তমান সময়ে গোটা সমাজকে অনুপ্রাণিত করতে পারে বলে সোমবার জানিয়েছেন ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় কলা কেন্দ্রের সভাপতি রাম বাহাদুর রাই। গোটা বিশ্ব করোনা মহামারীর সঙ্গে লড়াই করছে। কিন্তু বিজ্ঞান এখনও কোন সমাধানের পথ বের করতে পারেনি বলে জানিয়েছেন তিনি।
এদিন ফেসবুক লাইভে এসে ভবিষ্যতের কলা দৃষ্টি শীর্ষক বিষয়ে বলতে গিয়ে রাম বাহদুর রাই জানিয়েছেন, বিজ্ঞানের সীমা যেখানে শেষ হয়েছে সেখানেই শিল্প কলার অনুভূতি শুরু হয়। বড় বড় বিজ্ঞানীও জীবনের শেষ সময়ে এসে ধর্মের কাছে মাথা নত করেছে। শিল্পকলা ধর্মের অনুভূতি করায়। পূর্বপুরুষের সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্ধন করায় শিল্পকলা । দুনিয়ার সমস্যার সমাধান বিবাদে নয়। শিল্পকলায় জড়িত।
তিনি জানিয়েছেন যে করোনা সঙ্কট কেটে গেলে দেশে সংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন হবে। শিল্পকলার মাধ্যমেই সেটি হবে। যেখানে আমি নয় তুমির বার্তা গোটা বিশ্বকে দেওয়া হবে । ভারতে শিল্পকলাকে অনেক বৃহদ আসনে বসানো হয়েছে।একজন প্রকৃত শিল্পী কখনই স্বার্থান্বেষী হতে পারে না । জিনিস দেখে বিশ্ববাসী শিল্পকলা সৃষ্টি করে থাকে। কিন্তু ভারত সেই জিনিসের পেছনে সত্যের অনুসন্ধান করে শিল্প তৈরি করে থাকে। বিশ্বে সাত ধরণের কলা রয়েছে। কিন্তু ভারতে ৬৪ কলা এবং ৫০০ উপকলা রয়েছে।
সংস্কৃতি এবং সভ্যতার ফারাক বুঝিয়ে দিয়ে তিনি বলেন, মূল্যবোধের উপর ভিত্তি করে সংস্কৃতি গড়ে ওঠে। সত্যি কে জানার প্রেরণা দেয় সংস্কৃতি। সংস্কৃতি ব্যক্তি, সমাজ ও চিন্তনকে সমৃদ্ধ করে তোলে। সভ্যতা আবশ্যক জিনিস সরবরাহ করে চলে। প্রদীপে আলোর জন্য চেষ্টা করতে হয়। কিন্তু সূর্যের আলোর জন্য ঘুম থেকে উঠতে হয়।