নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ থামছেই না ভারতে। ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, বিজার, কর্ণাটকে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা।
মহারাষ্ট্র :
মহারাষ্ট্রে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। মহারাষ্ট্রে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়ে হল, যথাক্রমে-৩০১ এবং ৬৮১৭।
দিল্লি :
রাজধানী দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও ৩ জন। ৩ জনের মৃত্যুর পর দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৩। এছাড়াও দিল্লিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২,৫১৪ জন।
শনিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৫১৪। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৮৫৭ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ১৬০৪।
রাজস্থান :
মরুরাজ্য রাজস্থানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ জন। নতুন করে ২৫ জন আক্রান্ত হওয়ার পর রাজস্থানে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০৫৯।
বিহার :
বিহারে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দু’জন। বিহারের নয়া ভোজপুর এবং বক্সারে দু’জন আক্রান্ত হওয়ার পর বিহারে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২২৫।
কর্ণাটক :
কর্ণাটকে ২৪ এপ্রিল বিকেল পাঁচটা থেকে ২৫ এপ্রিল দুপুর বারোটা পর্যন্ত নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ জন। ফলে কর্ণাটকে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৮৯, মৃত্যু হয়েছে ১৮ জনের, সুস্থ হয়েছেন ১৫৩ জন।
অন্ধ্রপ্রদেশ :
অন্ধ্রপ্রদেশে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৬১ জন। ফলে অন্ধ্রপ্রদেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০১৬, মৃত্যু হয়েছে ৩১ জনের, সুস্থ হয়েছেন ১৭১ জন।