BRAKING NEWS

ঝড়ে ক্ষতিগ্রস্ত জম্পুইজলা, বিশালগড়, কল্যাণপুর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ বৃহস্পতিবার সকালে গতকালের ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত জম্পুইজলা এবং বিশালগড় মহকুমার অস্থায়ী ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন তিনি৷ এছাড়া তিনি কল্যাণপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং খোঁজ খবর নেন৷


এদিন ত্রাণ শিবিরগুলি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী শিবিরে যারা আশ্রয় নিয়েছেন তাদের সাথে কথা বলেন৷ তিনি বলেন, এই ঝড়বৃষ্টিতে যাদের বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গেছে তাদের প্রত্যেককে খুব শীঘ্রই সরকারি ব্যয়ে গৃহ নির্মাণ করে দেওয়া হবে৷ যারা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে৷ শিবির পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী ত্রাণ শিবিরগুলিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন৷
মুখ্যমন্ত্রী এদিন প্রথমে বিশালগড় মহকুমার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা এবং ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন৷ তাতে বিশালগড় মহকুমার বাইদ্যাদীঘি, মারাকপাড়া, সিপাহিজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয় এবং নবশক্তিগঞ্জ এলাকার শিবিরগুলি রয়েছে৷ বাইদ্যাদীঘিতে মুখ্যমন্ত্রী সুনীলচন্দ্র নাহার হাতে ৫,০০০ টাকার একটি চেক তুলে দেন৷ বিশালগড় মহকুমার ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে রাজস্ব, মৎস্য, কৃষি ও কৃষক কল্যাণ দফতর ছাড়াও মহকুমা ও ব্লক প্রশাসন থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে৷


গতকাল থেকেই জম্পুইজলা এবং বিশালগড় মহকুমা প্রশাসনের তরফে শিবিরে আশ্রিতদের চাল, ডাল, শুকনো মাছ, চিনি, পানীয় জল, সরবরাহ করা হচ্ছে৷ শিবিরগুলিতে রান্না করা খাদ্যও দেওয়া হয়েছে৷ বিশালগড় মহকুমার ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী জম্পুইজলা সুধন্যা দেববর্মা মেমোরিয়্যাল দ্বাদশ শ্রেণি বিদ্যালয়, নারায়ণ খামার এসবি সুকল, পূর্ব টাকারজলা এসবি সুকল, ইডেন মডার্ন এসবি সুকল, বেগুনবাড়ি এসবি সুকল, উত্তর টাকারজলা এসবি সুকল, শ্যামনগর হাইসুকল, কলোনি জেবি সুকল, পেকুয়ারজলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, উজান লারমা এসবি সুকল, ঈশানঠাকুর জেবি সুকল, প্রভাপুর এসবি সুকল এবং পেকুয়ারজলা কমিউনিটি হল-এর ত্রাণ শিবির পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷


প্রসঙ্গত, গতকাল বিকেলে ঝড় ও শিলাবৃষ্টিতে বিধস্ত জম্পুইজলা ও বিশালগড় মহকুমায় ১৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে৷ এই ত্রাণ শিবিরগুলিতে ১১৭০টি পরিবার আশ্রয় নিয়েছে৷ ত্রাণ শিবিরগুলি পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহিজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক সিকে জমাতিয়া, পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী, মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব পিকে গোয়েল, বিশালগড় ও জম্পুইজলা মহকুমার মহকুমাশাসকগণ, জম্পুইজলার বিডিও এবং বিভিন্ন দফতরের পদস্থ আধিকারিকবর্গ৷


এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর ব্লকে ঝড়বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা ও ত্রাণ শিবির পরিদর্শন করেন৷ উল্লেখ্য, গতকালের ঝড়বৃষ্টিতে কল্যাণপুর ব্লকের ১১ পরিবারের ৪৫ জন মানুষ ঘিলাতলি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন৷ ত্রাণ শিবির পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন৷


পরে মুখ্যমমন্রীথা দেব সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, গতকালের ঝড়বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জম্পুইজলা, টাকারজলা ও খোয়াই জেলার কল্যাণপুর ব্লক৷ তাঁর কথায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এখন লকডাউন চলছে৷ এর মধ্যে প্রাকৃতিক এই দুযর্োগে কৃষি ও রবার ক্ষেত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়িও৷ তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেবে সরকার৷ এজন্য প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে৷ ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত কল্যাণপুর ব্লকের ঘিলাতলি সুকল সংলগ্ণ গোপালচন্দ্র দেবনাথ ও হরিবালা দেবনাথের বাড়ি এদিন পরিদর্শন করে মুখ্যমন্ত্রী তাদের খোঁজখবর নেন৷

কল্যাণপুর ব্লকে ত্রাণ শিবির পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক পিনাকী দাসচৌধুরী, ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, জেলা পরিষদের সহকারী সভাধিপতি হরিশংকর পাল, জেলাশাসক স্মিতা মল এবং মহকুমাশাসক ভাস্বর ভট্টাচার্য, পুলিশ সুপার ড় কিরণ কুমার এবং কল্যাণপুর ব্লকের বিডিও ই জংতে৷ ঘিলাতলি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ত্রাণ শিবির ছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ব্লকের ঘিলাতলি পুলিশপাড়া কমিউনিটি হলে ৫ পরিবারের ২০ জন এবং উত্তর কমলনগর সুকান্ত বিদ্যালয়ে ৭ পরিবারের ২৮ জন ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *