লকডাউন : ত্রিপুরায় দুস্থদের সহায়তায় রেশন সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার প্রদান সিআরপিএফের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ এপ্রিল৷৷ করোনা-র প্রকোপে মানুষের জীবনজীবিকায় আঘাত এসেছে৷ সরকারি সহায়তার পাশাপাশি কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ বুধবার ত্রিপুরার বোধজংনগরে দুস্থদের মধ্যে রেশন সামগ্রী, মাস্ক, সাবান এবং স্যানিটাইজার প্রদান করেছে সিআরপিএফ-এর ১২৪ নম্বর ব্যাটালিয়ন৷


এ-বিষয়ে সিআরপিএফ আইজিপি আরএনএস বাহার বলেন, লকডাউন-এ মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে৷ বিশেষ করে গরিব মানুষের জীবন-জীবিকায় সমস্যা দেখা দিয়েছে৷ লকডাউন-এ তাঁরা বাইরে যেতে পারছেন না, রোজগার প্রায় বন্ধ হয়ে রয়েছে৷ তাই তাঁদের সহায়তার জন্য সিআরপিএফ উদ্যোগ নিয়েছে৷ তিনি বলেন, আজ দুস্থদের জন্য ১০ দিনের রেশন সামগ্রী, মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়েছে৷
তাঁর দাবি, সিআরপিএফ প্রতিনিয়ত মানুষের সাহায্যে এগিয়ে আসছে৷ ত্রিপুরায় সমস্ত জেলায় দুস্থদের সহায়তা করা হচ্ছে৷ তিনি বলেন, গত ১৫ দিনে ত্রিপুরার বিভিন্ন জেলায় ৬৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছে৷ আগামীদিনেও এই প্রক্রিয়া জারি থাকবে৷


আজ ২২শে এপ্রিল সারা দেশ জুড়ে , ভারতীয় মজদূর সংঘ উৎযাপণ করছে জাতীয় সংহতি দিবস৷ তার অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ও উৎযাপণ করা হল সংহতি দিবস৷ আজ বিকাল ঠিক চারটায় জি বি , আই জি এম, বিভিন্ন থানা , বিদ্যুৎ অফিস, পুরসভা ইত্যাদি অফিসের সামনে বি এম এস কার্যকর্তা গণ উপস্থিত হয় বেনার নিয়ে৷ সল্প সংখ্যক কার্যকর্তা সামাজিক দূরত্ব বজায় রেখে, এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন করোনা যুদ্ধের শহীদের৷ বিশ্ব মানবতাকে বাঁচাতে গিয়ে যে সব চিকিতক নিজের জীবনের আত্মাহুতি দিয়েছেন তাদের বিনম্র ভাবে স্মরণ করল বি এম এস৷ চিকিতক , সেবিকা , সাফাই কর্মী , পুলিশ, সেনা বাহিনী , স্থানীয় প্রশাসন, বিদ্যুৎ কর্মী সহ সকল করোনা যোদ্ধাদের ফুল দিয়ে তাদের প্রতি সর্বাঙ্গীণ সহযোগিতা ও সমর্থন এর অঙ্গীকার করেন বি এম এস কার্যকর্তা গণ৷ সব শেষে রাষ্ট্রগান গেয়ে জাতীয় সংহতির বার্তা দিয়ে ক্ষুদ্র কার্যক্রম এর সমাপ্তি হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *