নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল ৷৷ রেশনিং ব্যবস্থা খতিয়ে দেখতে সদরের এসডিএম শনিবার এলাকার বিভিন্ন রেশনসপ পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে রেশন ব্যবস্থা পরিচালন সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন৷
সরকার ঘোষিত প্রকল্পে বিনামূল্যে প্রত্যেককে রেশন সরবরাহ করা হয়েছে কিনা সে বিষয়েও খোঁজখবর নেন তিনি৷ শুধু রেশনসপ ডিলার নয় ভোক্তাদের কাছ থেকেও এসব বিষয়ে খোঁজখবর নিয়েছেন এসডিএম৷ কোথাও কোন ধরনের অভিযোগ থাকলে এসডিএম অফিসে সরাসরি যোগাযোগ করতেও পরামর্শ দেওয়া হয়েছে৷ সদরের এসডিএম অসীম সাহা জানান, রেশনিং ব্যবস্থা নিয়ে কোথাও থেকে কোন ধরনের অভিযোগ নেই৷ প্রত্যেক ডিলার যাবতীয় নিয়মকানুন মেনে রেশন সরবরাহ করে চলেছে৷ তাতে তিনি সন্তোষ ব্যক্ত করেছেন৷