নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি. স.): বিশ্বজোড়া করোনা পরিস্থিতির মধ্যেও নিজের অভ্যাস থেকে বিরত থাকতে অক্ষম পাকিস্তান।সন্ত্রাসবাদীদের মদত ও ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশ করানোর চেষ্টায় ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। পাল্টা যোগ্য জবাব দিল ভারত।
রবিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা লাগোয়া ভারতীয় সেনা ছাউনি ও ঘনবসতিপূর্ণ গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম ধারায় গোলা বর্ষণ করতে থাকে পাকিস্তান। মর্টার শেলিং করার পাশাপাশি চলে ছোট ও মাঝারি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে গোলাবর্ষণ। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। শুরু হয় দুট তরফে তুমুল গুলির লড়াই।এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গিয়েছে। পাকিস্তানের ছোড়া গোলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় গ্রামগুলিতে। প্রশাসনের তৎপরতায় স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, গোটা বিশ্বের সাথে করোনা জেরবার পাকিস্তান। কিন্তু এমন পরিস্থিতিতে নিজের চরিত্র শোধন করল না এই দেশটি। প্রহসনের তরফ থেকে জানানো হয়েছে ভারতীয় ভূখণ্ডে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর উদ্দেশ্যেই এদিন সংঘর্ষবিরতি করে পাকিস্তান।