BRAKING NEWS

ঝড় তুফানে উত্তর জেলায় লন্ডভন্ড ১৫ টি গ্রাম

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৮ এপ্রিল৷৷ কালবৈশাখী ঝড় তুফানে লন্ডভন্ড ১৪/১৫ টি গ্রাম৷ উত্তরের চুরাইবাড়ি ও কদমতলা থানা এলাকার ১৪/১৫ টি গ্রামে ঝড় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷বড় বড় গাছ ও গাছের ডাল ভেঙে বৈদ্যুতিক খুঁটি ও তার ছিঁড়ে গোটা এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন৷ তাছাড়া ক্ষতিগ্রস্ত কদমতলা থানা ও কদমতলা হাসপাতাল ও কদমতলা মাঠে অবস্থান করা অস্থায়ী সবজি বাজারও৷


কদমতলা থানার মূল গৃহের চালের টিন উড়িয়ে নিয়ে যায় ভিলেন কালবৈশাখী৷ বর্তমানে চরম অসুবিধায় রয়েছে থানা কর্তৃপক্ষ৷ কদমতলা হাসপাতালে বিরাট বড় গাছ পড়ে হাসপাতালের কর্তব্যরত স্টাফের বাইকের কিছুটা ক্ষতিহয় এবং হাসপাতালের রাস্তা বন্ধ হয়ে যায়৷ কদমতলা মাঠে অবস্থিত অস্থায়ী সবজি বাজারের প্রতিটি দোকান কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অনেক ক্ষতিগ্রস্ত হয়৷ বাজার ব্যবসায়ীদের মাথায় হাত৷ প্রকৃতির এই তান্ডব লীলায় উত্তর জেলার কদমতলা ও চুড়াইবাড়ি থানাধীন ১৪/১৫ টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সাধারণ জনগণের৷


কারো বসতঘরে টিন উড়িয়ে নিয়ে যায় বা কারো রান্না ঘরের টিন৷কারোর ঘরের উপর গাছ ও গাছের ডাল পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়৷ প্রকৃতির এই তাণ্ডবলীলায় সাধারণ জনগণ নাজেহাল হয়ে পড়েন৷ স্থানীয়দের বক্তব্য এত বড় ঝড় তুফানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকারি তরফ থেকে কোন আধিকারিক সাধারণ জনগণের খোঁজখবর নিতে আসেন নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *