আইজিএম হাসপাতালে গায়ে কেরোসিন ঢেলে রোগীর আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ হাসপাতালের শৌচালয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক রোগী৷ হাসপাতালের কর্মী এবং অন্যান্য রোগীর পরিবার টের পেয়ে কোনক্রমে মহিলাকে উদ্ধার করেন৷ ওই ঘটনায় হাসপাতালে তীব্র আতঙ্ক দেখা দিয়েছিল৷ পুলিশ জানিয়েছে, ওই রোগীর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে৷


তিনদিন আগে আগরতলায় আখাউড়া রোডের বাসিন্দা সন্ধ্যা সরকার পেটে ব্যাথা নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হন৷ আজ শনিবার তিনি হাসপাতালের শৌচালয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ এ-বিষয়ে হাসপাতালে কর্তব্যরত জনৈকা স্বাস্থ্য কর্মী জানান, আজ হঠাৎ ওয়ার্ডের অন্য রোগীরা শৌচালয় থেকে ধোয়া বের হতে দেখেন৷ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে৷ তবে তিনি কেন আত্মহত্যার চেষ্টা করেছেন সে-বিষয়ে এখনও কিছুই জানা যায়নি৷


ওই মহিলার ভাড়াটে রাজু দাস বলেন, তিন দিন আগে সন্ধ্যা সরকারকে তারা স্বামী-স্ত্রী মিলে হাসপাতালে ভর্তি করেছেন৷ আজ সকালে বাড়ি থেকে খাবার নিয়ে এসে শুনেন তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন৷ কিন্তু, তার আত্মহত্যার চেষ্টার পেছনে কী কারণ বোঝা যাচ্ছে না, বলেন তিনি৷ রাজুর কথায়, ওই মহিলার স্বামী একসাথে থাকেন না৷ তাই, ভাড়াটে হিসেবে তারাই তিন মাস ধরে মহিলার দেখাশুনা করছেন৷


এদিকে, খবর পেয়ে পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ হাসপাতালে ছুটে আসে৷ পুলিশ জানিয়েছে, ওই মহিলার সাথে কথা বলা সম্ভব হয়নি৷ তাই, আত্মহত্যার চেষ্টার কারণ জানা যায়নি৷ সাথে পুলিশ আরও জানিয়েছে, মহিলার স্বামী ও মেয়েকে খবর দেওয়া হয়েছে৷ ওই ঘটনায় হাসপাতাল চত্বরে আতঙ্ক দেখা দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *