লকডাউন সুনিশ্চিত করতে মিজোরাম পুলিশকে অনুরোধ ত্রিপুরা সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ লকডাউনের মধ্যেই মিজোরাম থেকে ত্রিপুরায় এসেছেন কয়েকজন রিয়াং শরণার্থী৷ তাই ত্রিপুরা পুলিশ এ-বিষয়ে মিজোরাম পুলিশকে লকডাউন চলাকালীন যাতায়াতে বিধিনিষেধ কঠোরভাবে পালনের বিষয়ে সুনিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছে৷ এদিকে, মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তবে এখন পর্যন্ত তাদের করোনা আক্রান্তের কোনও লক্ষণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারিক৷


প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল মিজোরাম থেকে ত্রিপুরায় আসেন কয়েকজন রিয়াং শরণার্থী৷ তারা কাঞ্চনপুরের নাইসিংপাড়া শিবিরের বাসিন্দা৷ সূত্রের খবর, মিজোরাম থেকে গাড়ি করে তারা সাবওয়াল সীমান্ত পর্যন্ত আসেন৷ তার পর পাহাড়ি পথ পেরিয়ে তারা নাইসিংপাড়া শিবিরে গিয়ে ওঠেন৷
শরণার্থী শিবির সূত্রের খবর, ওই শরণার্থীদের করোনা সংক্রমিত নন বলে শংসাপত্র দেওয়া হয়েছে৷ সাথে তাদের ভ্রমণেও বিধিনিষেধ নেই বলে ছাড় দেওয়া হয়েছে৷ কিন্তু লকডাউনের মধ্যে কীভাবে তারা যাতায়াত করলেন সে-বিষয়ে ত্রিপুরা পুলিশ মিজোরাম পুলিশের কাছে জানতে চেয়েছে৷ কারণ, লকডাউনের সময় সাধারণ মানুষের গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে৷


এ-বিষয়ে ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব সিং জানিয়েছেন, জঙ্গলের রাস্তা দিয়ে কয়েকজন রিয়াং শরণার্থী মিজোরাম থেকে ত্রিপুরায় এসেছেন৷ তারা ত্রিপুরার শরণার্থী শিবিরের বাসিন্দাঊ কাজের জন্য তারা মিজোরাম গিয়েছিলেন৷ এখন তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, লকডাউন চলাকালীন সাধারণ মানুষের গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে৷ তাই ওই সব শরণার্থী মিজোরাম থেকে ত্রিপুরায় কীভাবে এসেছেন সে-বিষয়ে মিজোরাম পুলিশের ডিজি-র দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ শুধু তা-ই নয়, আগামীদিনে এমন গতিবিধি এড়ানোর বিষয়টি সুনিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে৷ তাতে মিজোরাম পুলিশের ডিজি আশ্বস্ত করেছেন, আগামীদিনে এ-ধরনের গতিবিধি এড়ানোর জন্য কঠোর নজরদারি চালানো হবে, জানালেন ত্রিপুরা পুলিশের ভারপ্রাপ্ত ডিজি৷


এদিকে, স্বাস্থ্য দফতরের আধিকারিক জানিয়েছেন, এ-বিষয়ে খবর পেয়ে স্বাস্থ্য কর্মীদের একটি টিম নাইসিংপাড়া শিবির সফর করেছেন৷ সেখানে মিজোরাম থেকে সম্প্রতি ত্রিপুরায় এসেছেন এমন ৩৫ জনকে চিহ্ণিত করেছেন তাঁরা৷ তবে তাদের মধ্যে করোনা আক্রান্তের কোনও লক্ষণ পাওয়া যায়নি৷ তাই তাদের শরণার্থী শিবিরে নিজ নিজ আবাসে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *