নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল৷৷ করোনা মোকাবিলায় ত্রিপুরা সরকার বিএসএফ-এর কাছে স্যানিটাইজার যন্ত্র চেয়েছে৷ ত্রিপুরা সরকারের স্বাস্থ্যসচিব ড় দেবাশিস বসু এক চিঠিতে বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি-কে দুটি স্যানিটাইজার যন্ত্র প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন৷ আগরতলায় জিবি হাসপাতালে ওই দুই যন্ত্র বসাতে চাইছে ত্রিপুরা সরকার৷ একটি যন্ত্র করোনা আক্রান্ত এলাকা স্যানিটাইজ করবে এবং দ্বিতীয় যন্ত্রটি ওই এলাকায় যারা যাবেন তাদের স্যানিটাইজে ব্যবহৃত হবে৷ তাতে সম্মত হয়েছে বিএসএফ৷ আগামীকাল জিবি হাসপাতালে ওই দুই যন্ত্র বসাবে বিএসএফ৷
এদিকে, খোয়াই জেলার পুলিশ সুপার ইউটিউব দেখে স্যানিটাইজার যন্ত্র প্রস্তুত করেছেন৷ তাতে খরচ হয়েছে মাত্র ১৫,০০০ টাকা৷ বাজারে আগতদের স্যানিটাইজ করার জন্য ওই যন্ত্রটি ব্যবহৃত হচ্ছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব খোয়াই পুলিশের ওই কাজের প্রশংসা করেছেন৷
ত্রিপুরায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত দু জনের সন্ধান মিলেছে৷ ইতিমধ্যে প্রথম করোনা আক্রান্ত মহিলার পরপর দুটি রিপোর্ট নেগেটিভে এসেছে৷ ফলে তাকে শীঘ্রই কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে৷ দ্বিতীয় আক্রান্ত রোগীরও শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল৷ তবে করোনা আক্রান্তের খোঁজ চলছে প্রতিনিয়ত৷ সম্প্রতি নমুনা সংগ্রহের গতি বেড়েছে৷ স্বাভাবিকভাবে নমুনা পরীক্ষার মাত্রাও বেড়েছে৷
এরই মধ্যে ত্রিপুরা সরকার বিএসএফ-এর স্যানিটাইজার যন্ত্র চেয়েছে৷ কারণ, বিএসএফ সেক্টর হেড কোয়ার্টার উদয়পুর এমনই দু ধরনের স্যানিটাইজার যন্ত্র তৈরি করেছে৷ অবশ্য তার পেছনে বিএসএফ ডিআইজি জমিল আহমেদের সবচেয়ে বড় অবদান রয়েছে৷ তিনি আক্রান্ত এলাকা এবং মানুষের শরীর ও পোশাক স্যানিটাইজ করার যন্ত্র দুটি তৈরি করেছেন৷ তাই ত্রিপুরা সরকার জিবি হাসপাতালে ওই দুটি যন্ত্র বসানোর জন্য বিএসএফ-এর কাছে আগ্রহ প্রকাশ করেছে৷ স্বাস্থ্যসচিব ড় দেবাশিস বসু করোনা মোকাবিলায় বিএসএফ-এর সাহায্য চেয়েছেন৷
ত্রিপুরার সরকারের আবেদনে সাড়া দিয়ে বিএসএফ জিবি হাসপাতালে ওই দুটি যন্ত্র বসাতে সম্মত হয়েছে৷ ডিআইজি জমিল আহমেদ বলেন, আগামীকাল জিবি হাসপাতালে ওই দুটি যন্ত্র বসানো হবে৷ তাঁর কথায়, একটি যন্ত্র সমগ্র এলাকা স্যানিটাইজ করা যাবে৷ তাছাড়া দ্বিতীয় যন্ত্রটি মানুষের শরীর ও পোশাক স্যানিটাইজে ব্যবহৃত হবে৷ তিনি বলেন, আগামীকাল সকাল ১১টায় ওই দুটি যন্ত্র বসানো হবে৷ সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা সরকার চাইলে বিএসএফ এমন যন্ত্র আরও সরবরাহে প্রস্তুত৷
এদিকে, খোয়াই জেলা পুলিশ সুপার নিজের উদ্যোগে স্যানিটাইজার যন্ত্র তৈরি করেছেন৷ বাজারে আগতদের স্যানিটাইজ করার জন্য তিনি ওই যন্ত্র তৈরি করেছেন৷ ইতিমধ্যে সেই যন্ত্র ব্যবহার করা শুরু হয়ে গেছে৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওই কাজের পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন৷

