জম্মু, ১৩ এপ্রিল (হি.স.): ভারত-পাক নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলি বর্ষণ করে হামলা চালাল পাক সেনা। রবিবার রাত ৯.৪৫ মিনিট থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত পুঞ্চ এবং কাঠুয়া জেলায়, নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর গোলাগুলি বর্ষণ করে হামলা চালায় পাক সেনাবাহিনী। শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সারা রাত গোলাগুলি বর্ষণ করে হামলা চালায় পাক সেনাবাহিনী। সোমবার সম্পূর্ণ বিনা প্ররোচনাতেই পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণরেখায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। সীমান্ত বরাবর একাধিক গ্রাম লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ করে তারা। ভারতীয় জওয়ানরাও পাল্টা জবাব দেন। এছাড়াও হীরানগর সেক্টরেও গোলাগুলি বর্ষণ করে পাকিস্তান রেঞ্জার্সরা। এদিনের পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে হতাহতের কোনও খবর নেই।