নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ঃ লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে একাংশের পাইকারী সামগ্রী বিক্রেতারা অধিকমূল্য আদায় করে চলেছেন বলে অভিযোগ উঠেছে৷ এরই পরিপ্রেক্ষিতে সোমবার প্রশাসনের কর্মকর্তারা মহারাজগঞ্জ বাজারে মজুতদারদের দোকানে তল্লাসী চালিয়ে বিস্তারিত তথ্য পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন৷ পাইকারী বিক্রেতারা অধিক মূল্য আদায়ের অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন৷ লকডাউন সোমবার ২০ দিন অতিক্রান্ত হয়েছে৷
লকডাউন চলাকালে ব্যবসায়ীরা যাতে কোনভাবেই কৃত্তিম সংকট তৈরী এবং অধিক মূল্য আদায় করতে না পারেন সেজন্য প্রশাসনের নজরদারী অব্যাহত রয়েছে৷ সোমবার মহারাজগঞ্জ বাজারে হানাদারী চালান প্রশাসনের কর্মকর্তারা৷ বিভিন্ন দোকানে তল্লাসী চালিয়ে বিভিন্ন পন্য সামগ্রীর গুণগত মান, মূল্য, এক্সপিয়ারী ডেইট ইত্যাদি খতিয়ে দেখেছেন৷ পাইকারী বাজারে অধিক মূল্য আদায়ের তেমনর কোন প্রমাণ হাতে আসেনি প্রশাসনের৷ তবে, খুচরো বাজারে অধিক মূল্য আদায়ের কিছু কিছু অভিযোগ রয়েছে৷ সেক্ষেত্রেও প্রশাসনের তৎপরতা টের পেলেই তারা সাবধান হয়ে যাচ্ছে৷
বটতলা পাইকারী বাজারের ব্যবসায়ীরা জোরগলায় দাবি করেছেন তারা কোন জিনিসের অধিক মূল্য আদায় করছেন না৷ তবে, সিগারেট, বিড়ি, ইত্যাদি নেশাজাতীয় সামগ্রীর মূল্য খুচরো বাজারে আকাশ ছোয়া৷ এবিষয়ে জানতে চাওয়া হলে মজুতদারদের দাবি লকডাউনের আগেই এসব সামগ্রীর মজুত তাদের কাছে শূন্য হয়ে গেছে৷ স্বাভাবিক কারণেই সিগারেটসহ এসব সামগ্রীর অধিক মূল্য আদায়ের কোন প্রশ্ণই উঠে না৷