BRAKING NEWS

মহারাষ্ট্রের হ্যান্ডওয়াশ-স্যানিটাইজার তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত দুই

মুম্বই, ১৩ এপ্রিল(হি.স.): দেশজুড়ে করোনা আতঙ্কের মাঝে মহারাষ্ট্রের হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। সোমবার রাজ্যের তারাপুর এলাকার পালঘরের কাছে এই বিস্ফোরণে কারখানার দুই শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম একজন।

পুলিশ জানিয়েছে, ওই কারখানায় ৬৬ জন শ্রমিক কাজ করছিলেন। এদিন আচমকাই বিস্ফোরণ হয় কারখানার একটি ইউনিটে। ওই ইউনিটেই স্যানিটাইজার তৈরির কাজ চলছিল। বিস্ফোরণের পরে আগুন ধরে যায় কারখানায়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দু’জন শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে। একজন শ্রমিকের অবস্থা সঙ্কটজনক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, একেই মহারাষ্ট্রের অবস্থা সঙ্কটজনক, তারউপর এত লোকের জন্য মাস্ক, স্যানিটাইজারের অভাব রয়েছে। ছোট ছোট কারখানাগুলিকে এইসব তৈরির বরাত দেওয়া হয়েছে। পালঘরের এই কারখানায় সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের নিয়ম মেনেই হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার তৈরি হচ্ছিল। পরিবহনের সমস্যা সত্ত্বেও শ্রমিকরা রোজ এসে কাজ করতেন এখানে। কীভাবে বিস্ফোরণ ঘটল সেটা খতিয়ে দেখা হচ্ছে। রাসায়নিক দ্রব্য বা কোনও দাহ্য বস্তু জমা করে রাখা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *