BRAKING NEWS

গতি বেড়েছে নমুনা সংগ্রহে, রাজ্যে করোনা পরীক্ষা ৫৬৩ জনের, পজিটিভ ২, নেগেটিভ ৫১৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল৷৷ রাজ্যে করোনা মোকাবিলায় নমুনা পরীক্ষার গতি বেড়েছে৷ অবশ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা মেনে অতিরিক্ত ব্যবস্থা হয়েছে৷ ফলে ২৪ ঘণ্টায় নতুন করে ৮০টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ ত্রিপুরায় এখন পর্যন্ত ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার মধ্যে ২ জন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ এছাড়া ৫১৩টি নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে৷ বাকি ৫০টি রিপোর্ট অপেক্ষায় রয়েছে৷


করোনা সংকটে কাবু গোটা দেশ৷ স্বাভাবিক ভাবে ত্রিপুরা এমন-কি উত্তর-পূর্বাঞ্চল সেই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচেনি৷ অবশ্য সিকিমে এখনও করোনায আক্রান্ত কাউকে পাওয়া যায়নি৷ অসমে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে৷


ত্রিপুরায় এখন পর্যন্ত ১০,৭৩৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল৷ তাদের মধ্যে ১০,০২৬ জন ১৪ দিনের পর্যবেক্ষণ সময়সীমা অতিক্রম করেছেন৷ বর্তমানে ৭১০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন৷ তাদের মধ্যে ১৮৩ জন প্রাতিষ্ঠানিক এবং ৫২৭ জন বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন৷ আজ স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছে, এখন পর্যন্ত ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তার মধ্যে ৫১৫টি নমুনা পরীক্ষা হয়েছে৷ ২ জন পজিটিভ এবং ৫১৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে৷


ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে কোয়ারেন্টাইনে থাকা সকলের নমুনা পরীক্ষা করা হবে৷ সে মোতাবেক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ জেলা স্তরে কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হয়েছে৷ এক সপ্তাহের মধ্যে সমস্ত নমুনা সংগ্রহ করা সম্ভব হবে বলে দাবি করেন এসএসও ডা. দ্বীপকুমার দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *