নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল৷৷ করোনা ভাইরাস নিয়ে রাজনৈতিক কাদা ছুড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে রাজ্যে৷ করোনা মোকাবিলায় সারা দেশের সাথে রাজ্যেও লকডাউন সহ নানান প্রক্রিয়া কার্যকর করা হয়েছে৷ আর এনিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার সম্প্রতি কয়েকটি মন্তব্য করেছেন৷ আর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি৷


বিজেপির তরফ থেকে রবিবার এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, সারা দেশের মতোই এ রাজ্যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী রয়েছে৷ যারা জনজীবনকে তছনছ করে দিয়ে দেশব্যাপী চলতি সংকটকে আরো কয়েক গুনে বাড়িয়ে দিতে চায়৷ তারা কার্যকলাপের প্রমাণ করে দিচ্ছে তারা করোনা বিরোধী যুদ্ধে দেশবাসীকে সফল দিতে চায় না৷


সম্প্রতি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম বিভিন্ন সময় বিভ্রান্তিকর বিভিন্ন মন্তব্য করছে৷ যদিও সংবাদ মাধ্যমে সচেতনতার কারণে অপপ্রচারে তারা সফল হচ্ছে না৷ যদিও বিষয়গুলি বিজেপি রাজ্য নেতৃত্বের নজর এড়াচ্ছে না৷ কিন্তু, ভিত্তিহীন, অবান্তর এবং অন্তসাড় শূণ্য হওয়ায় বিজেপি এই বিষয়গুলিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেনি৷


বিজেপি প্রেস বিবৃতিতে আরও বলেছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার কিছু নেতিবাচক মন্তব্য করেছেন৷ তার জন্য তাঁকে অতীত স্মরণ করিয়ে দিয়ে বিজেপির বক্তব্য, কখনো তিনি লক ডাউনের বিরোধীতা করছেন আবার কখনও এইভাবে করোনা মোকাবিলা করা যাবে না বলেও উল্লেখ করছেন৷ আবার বিভিন্ন সময় তার দলদাস কিছু কর্মচারীকে দিয়ে অস্তিরতা সৃষ্টি করার চেষ্টার করছেন ১০,৩২৩ এর আন্দোলন থেকে হাসপাতালে অস্তিরতা সৃষ্টি, সব কিছুই সিপিএম নেতাদের মস্তিস্ক প্রসূত বলে পার্টি মনে করে৷


বিশ্বের সুনামধন্য চিকিৎসা বিজ্ঞানী ও জীবতত্ববিদেরা যখন কোভিড ১৯ ভাইরাস মোকাবিলায় এখনও সঠিক কোনও প্রতিষেধক বের করতে পারছেন না, তখন রাজ্যের বিরোধী দলনেতা বলছেন লকডাউন দিয়ে সমস্যা সমাধান হবে না৷ তাহলে তার নিশ্চয়ই জানা আছে, কিভাবে এর মোকাবিলা করা যাবে৷ চীন থেকে তিনি এই বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারলে তা রাজ্য ও দেশবাসীকে অবগত করা জনপ্রতিনিধি হিসাবে তার নৈতিক কর্তব্যের মধে পড়ে বলে বিজেপি মনে করে৷


বিজেপি আরও উল্লেখ করেছে প্রেস বিবৃতিতে, মানিক সরকারের কুড়ি বছরের শাসনকালে ম্যালেরিয়া আর আন্ত্রিকে প্রতি বছর যে পরিমাণ লোক মারা গেছে তা রাজ্যবাসী ভুলে যায়নি৷ এসমা নিয়ে বিরোধী দলনেতা মানিক সরকারের বক্তব্যের তীব্র সমালোচনা করে বিজেপি বলেছে, এসমা প্রয়োগের বিরোধীতা করে দলীয় নেতাদের রক্ষা করার চেষ্টা করছেন তিনি৷ বিজেপির পরমার্শ বিরোধী দলনেতার উচিৎ নেতিবাচক ভূমিকা থেকে সরে এসে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকা নেওয়া৷ অন্যথায় জনগণ তাদের যোগ্য জবাব দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *