পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীকে কুপিয়ে রক্তাক্ত করল স্ত্রী ও শ্যালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ এপ্রিল ৷৷ স্ত্রীর পরকিয়ার প্রতিবাদী হতেই ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে কোপাল স্ত্রী ও তার ভাই৷ আহত ব্যক্তির নাম আব্দুল মিঞা৷ ঘটনাটি ঘটে শুক্রবার তেলিয়ামুড়া থানার চাকমাঘাটের পশ্চিম মুসলিম পাড়ায়৷ দীর্ঘদিন যাবত স্ত্রীর পারবিন বিবি অবৈধ সম্পর্কের জের ধরে স্বামী আব্দুল মিঞার সাথে ঝগড়া লেগে আছে৷


প্রায়ই প্রতিবাদ করতে চাইলে স্বামীকে মারধরও করে স্ত্রী পারবিন বিবি৷ শুক্রবার রাত ১২টায় পান খাওয়ার অছিলায় ঘরে ঢুকে তৎকালীন সিপিএমের ভাইস চেয়ারম্যান রাজকুমার দেববর্মার ভাগিনা৷ স্বামী রাতে পাশাপাশি লোকদের ডেকে এনে তাকে আটকও করে৷ স্বামী প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিও দেয়৷ গতকাল এই নিয়েই স্ত্রী পারবিনের কাছে জানতে চাইলে পারবিন ও তার বড় ভাই শাহআলম ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে বলে জানায় প্রতিবেশিরা৷ আহত আব্দুল মিঞা জানান, স্ত্রী পারবিনের স্বভাব চরিত্র ভাল না৷ চার সন্তানকে ফেলে রেখে একবার বিয়েও করে অন্য একজনকে৷ এখন আবার অন্য পুরুষের সাথে ঘর করার জন্য তাকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে৷


তবে পারবিনের মা জানিয়েছে আব্দুল মিঞার বাড়ি বাংলাদেশে৷ পারবিনের সাথে বিয়ের পর থেকে এখানে থেকে যায়৷ দু’নম্বরী করে ভোটার তালিকায় নামও তুলে নেয়৷ সারাদিন নেশাগ্রস্ত হয়ে থাকে বলে আব্দুল মিঞার মা জানান৷ ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহত আব্দুলকে হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে জিবি হাসপাতালে পাঠানো হয়৷ অভিযুক্তরা পলাতক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *