BRAKING NEWS

প্রাক্তন মন্ত্রী রতি মোহন জমাতিয়াকে শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ প্রয়াত প্রাক্তন মন্ত্রী রতিমোহন জমাতিয়ার মরদেহ আজ সকালে মহাকরণে নিয়ে আসা হয়৷ সেখানে প্রয়াত জমাতিয়ার মরদেহে পুস্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান রাজ্যের শিক্ষা ও আইন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ, কৃষি ও পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, সাধারণ প্রশাসন দপ্তরের সচিব টি কে চাকমা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷


এরপর সেখান থেকে প্রয়াত রতিমোহন জমাতিয়ার মরদেহ ত্রিপুরা বিধানসভায় নিয়ে আসা হলে বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, বিধায়ক সুুদীপ রায় বর্মণ, বিধায়ক আশীষ কুমার সাহা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধানসভার সচিব সহ অন্যান্য আধিকারিকগণ পুস্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান৷


রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ রতি মোহন জমাতিয়া গতকাল উদয়পুরের কিল্লা থানার অন্তর্গত নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর৷ ১৯৭৮ সালে তিনি প্রথমবার বিধায়ক হিসাবে নির্বাচিত হন৷ ১৯৮৮-১৯৯২ পর্যন্ত তিনি রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ ছিলেন৷ ১৯৯২-৯৩ সালে তিনি রাজ্য মন্ত্রিসভারও সদস্য ছিলেন৷


রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিধানসভার উপাধ্যক্ষ রতি মোহন জমাতিয়ার মত্যুতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গভীর শোক ব্যক্ত করেছেন৷ এক শোক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন- রাজ্য একজন জনদরদী দক্ষ নেতত্বকে হারালো৷ রাজ্যের জনগণ তাঁদের একজন প্রিয় নেতাকে হারালেন৷ সকল অংশের মানুষের কাছেই রতিমোহন জমাতিয়ার জনপ্রিয়তা ছিল৷ দক্ষ সংগঠক হিসাবেও তিনি ছিলেন একজন নিরলস যোদ্ধা৷
মুখ্যমন্ত্রী শ্রীদেব প্রয়াত রতিমোহন জমাতিয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *