লকডাউনে মানবিকতার পরিচয়, গিরিপথ ডিঙিয়ে আর্তদের খাবার পৌঁছে দিচ্ছেন পুলিশ ও টিএসআর

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১১ এপ্রিল৷৷ লক ডাউনে মানবিকতার পরিচয় দিলেন ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানরাঊ দুর্গম এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তাঁরা৷ গাড়ি যাওয়ার সুযোগ নেই৷ তাই কাঁধে চালের বস্তা নিয়ে দুর্গম পথ পেরিয়ে গিরিবাসীর মুখে অন্ন তুলে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ কর্মীরা৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর ফেসবুক ওয়েলে সেই ছবি তুলে ধরেছেন৷ তাঁদের কুর্নিশ জানাতেও ভুলেননি মুখ্যমন্ত্রী৷


লকডাউনে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সংকট দেখা দিয়েছে৷ ত্রিপুরা সরকার বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করছে৷ কিন্ত এমনও এলাকা রয়েছে, গিরিপথ ডিঙিয়ে কোনও গাড়ি সেখানে যেতে পারে না৷ ওই সমস্ত এলাকার গিরিবাসীরা নিজেরাই রেশন সংগ্রহ করতেন৷ কিন্ত এখন করোনা ভাইরাসের আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বের হচ্ছেন না৷ ফলে তাদের খাবার সামগ্রীর অভাব দেখা দিয়েছে৷


খোয়াই তুলাশিখর ব্লকের অধীন ত্রিপুরা বস্তিতে জেলা পুলিশ এবং আগরতলায় অবস্থিত গীতাচ ভাগবত প্রচারক সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে৷ আঠারোমুড়ার পাদদেশে অবস্থিত ওই গ্রামে ২৫ পরিবারের ১২৩ জনকে তিন দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷ ওই গ্রামে যেতে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে৷ পুলিশ কর্মীরা তাঁদের কাঁধে করে খাবারের বস্তা বয়ে নিয়ে গেছেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার তার ফেসবুক ওয়েলে পুলিশ কর্মীদের ওই কাজের জন্য প্রশংসা করেছেন৷ তাদের কুর্নিশ জানিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, কঠিন সময় অনন্তকাল থাকে না, কিন্ত কঠিন মানসিকতার মানুষ সদা তাঁদের কর্তব্যে অবিচল থাকেন৷

তিনি জনগণের সেবায় দিবারাত্র নিয়োজিত থাকার জন্য পুলিশ কর্মী এবং টিএসআরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷ প্রত্যন্ত এলাকায় মানুষের কাছে খাবারের সামগ্রী পৌঁছে দিয়ে তাঁরা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, প্রশংসার সুরে বলেন তিনি৷ তাঁর বিশ্বাস, এভাবেই আমরা করোনা যুদ্ধে জয়ী হব৷ পুলিশ প্রশসানের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *