নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি. স.): করোনায় জেরবার রাজধানী দিল্লি। সেখানে আরও তিনটি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করল প্রশাসন। ইতিমধ্যে ওই তিনটি এলাকাকে সিল করে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে রাজধানীতে হটস্পটের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩।
এদিন যে তিনটি এলাকাকে হটস্পট এর আওতায় আনা হয়েছে। সেগুলি হল দেওলী এক্সটেনশন, এন -৩০ মানসরোবর গার্ডেন ও জাহাঙ্গীরপুরীর সি ব্লকের স্ট্রীট নম্বর ১ থেকে ১০। করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মহরৌলির সবজি মান্ডিকে অস্থায়ীভাবে ডিটিসি বাস টার্মিনালের কাছে স্থানান্তরিত করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সোশ্যাল ডিসটেন্স মেনে কেনাকাটা করতে পারে। সেই লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

