নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি উপেক্ষা করেও সংবাদপত্র বিতরণের সঙ্গে যুক্ত হকাররা জীবন বাজি রেখে প্রতিদিন সকালে বাড়ি বাড়ি সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন৷ তাদের এই নিরলস প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে নর্থইস্ট ফাউন্ডেশন নামে একটি সংগঠন৷ স্বেচ্ছাসেবী এই সংগঠনের পক্ষ থেকে সংবাদপত্রের হকারদের মধ্যে শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, রাজ্যের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. অরুণোদয় সাহা প্রমুখ৷
অনুষ্ঠানে হকারদের হাতে চাল, ডাল, তেল, মশলা সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়৷ এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাংসদ প্রতিমা ভৌমিক নর্থইস্ট ফাউন্ডেশনের এ ধরনের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন৷ সংস্থার কর্মকর্তা আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী বলেন, হকার ভাইরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে সংবাদপত্র পৌঁছে দিচ্ছেন, তা তাদের প্রতি কৃতজ্ঞতার শামিল৷ তারাও করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে আর্থিক সঙ্কটে পড়েছেন৷ সে কারণেই নর্থইস্ট ফাউন্ডেশান তাদের জন্য খাদ্য সামগ্রী প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে৷