লকডাউন দ্রুত উঠলে করোনার হামলা আরও ভয়ঙ্কর হবে : হু

জেনেভা, ১১ এপ্রিল (হি.স.) : করোনা আক্রান্ত দেশগুলি যেন এখনই লকডাউন তুলে না নেয় ।  যে সব দেশ দ্রুত লকডাউন তুলে নেওয়ার চিন্তা করছে তাদের কাছে আরও ভয়ঙ্কর শক্তি নিয়ে হামলা চালাতে পারে করোনাভাইরাস। এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ।

হু-র প্রধান টেড্রোস অ্যাধনম বলছেন, মানুষের জীবনযাপনের ওপর থেকে কড়াকড়ি তুলে নেওয়ার ক্ষেত্রে দেশগুলোকে পর্যায়ক্রমে আর নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিতে হবে। খুব তাড়াতাড়ি এসব বিধিনিষেধ তুলে নিলে নেওয়া হলে ভাইরাসের ভয়াবহ বিস্তার সামলানো যাবে না। হু প্রধান আরও জানিয়েছেন, অর্থনৈতিক সমস্যায় পড়লেও বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে দেশগুলোকে সতর্ক হতে হবে।

ওয়ার্ল্ডোমিটারের হিসেব, করোনাভাইরাসে বিশ্ব জুড়ে ১৬ লক্ষ মানুষ আক্রান্ত। ১ লক্ষের বেশি মৃত । এশিয়ার চিন,ইরানকে মৃত্যুপুরী বানিয়ে করোনা এখন ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে ভয়াবহ হামলা শুরু করেছে। দ্রুত আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতেও । এই অবস্থায় আগেই লকডাউন শিথিল করেছে করোনার উৎপত্তি স্থল উহান   এছাড়া ভারতেও জারি করা লকডাউনের মেয়াদ শেষের পথে । যদিও ইতিমধ্যেই ভারতের একাধিক রাজ্য লকডাউন জারি থাকবে বলে ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনায় জানাগেছে প্রধানমন্ত্রী চান সমগ্র দেশেই জারি থাকুক লকডাউন। এবং এমনটাই ঘোষণা হতে চলেছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *