ফসল উৎপাদন সঠিক রাখুন, কৃষকদের উদ্দেশ্যে আবেদন মন্ত্রী রতনলালের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ সামাজিক দূরত্ব বজায় রেখে ফসল উৎপাদনের জন্য ত্রিপুরার কৃষকদের কাছে আবেদন জানান মন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর মতে, ফসল উৎপাদনে ঘাটতি হলে করোনা ভাইরাস মোকাবিলায় বিপত্তি ঘটবে৷


প্রসঙ্গত, করোনা ভাইরাসের আতঙ্কে ফসল উৎপাদনে ব্যঘাত ঘটেছে৷ সারা দেশেই এই প্রভাব পড়েছে৷ কৃষকরা জমিতে যাচ্ছেন না৷ কোথাও খেতমজুররা কৃষিকাজে যাচ্ছেন না৷ অনেকে ইচ্ছা থাকলেও লকডাউনের ফলে বাড়ি থেকে বের হচ্ছেন না৷ ফলে ফসল উৎপাদন এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷
ত্রিপুরায়ও এর প্রভাব পড়েছে৷ বৃহস্পতিবার মন্ত্রী রতনলাল নাথ বলেন, অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হলেও মানবসভ্যতাকে বাঁচিয়ে রাখতে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে৷ প্রয়োজনে লকডাউনের সময়সীমা বাড়াতে হবে৷ তবে, মানবসভ্যতাকে বাঁচাতে ফসল উৎপাদনও খুব জরুরি, তা অস্বীকার করার কোন সুযোগ নেই৷


এদিন তিনি কৃষকদের উদ্দেশ্যে আবেদন জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে ফসল উৎপাদন করুন৷ কারণ, উৎপাদন ঠিক রাখতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *