নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল ৷৷ লকডাউন চলাকালেও নেশা কারবারীদের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে৷ অমরপুরের বীরগঞ্জ থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে ব্রাউন সুগার সহ দুই যুবককে পাকড়াও করেছে৷ তারা হল অমর রিয়াম ও বীরেন্দ্র রিয়াম৷ তাদের বাড়ি অমরপুরের গামাকোবাড়ি এলাকায়৷
তাদের কাছ থেকে ২০ কৌটা ব্রাউন সুগার ও তাদের ব্যবহৃত একটি পালসার বাইক উদ্ধার করা হয়েছে৷ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে৷ বর্তমানে তারা বীরগঞ্জ থানার লকআপে রয়েছে৷ জিজ্ঞাসাবাদে ধৃত দুই যুবক জানায়, অমরপুর মহকুমার পোস্ট অফিস এলাকার সজল নামে এক ব্যক্তি তাদেরকে এইসব সামগ্রী দিয়েছে গামাকোবাড়িস্থিত অমিত রিয়াংয়ের পৌঁছে দেওয়ার জন্য৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনও পর্যন্ত অমিত রিয়াংকে পাকড়াও করতে পারেনি পুলিশ৷ এই চক্রের হাত বহুদূর পর্যন্ত প্রসারিত মনে করছে পুলিশ৷