নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল৷৷ রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মহিলার অতি সংস্পর্শে আসা ১৭ জনেরই রিপোর্ট নেগেটিভ এসেছে৷ আজ মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তাঁর আবেদন, অযথা আতঙ্কিত হবেন না৷
এদিকে, সন্ধ্যারাতে রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মহিলার অতি সংস্পর্শে আসা ১৭ জনের মধ্যে ৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ বাকি ৯ জনের লালা রস সংগ্রহে ত্রুটির কারণে পুনরায় নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি৷ তবে, এদিনই রাতের মধ্যে ওই নয়টি রিপোর্টও এসেছে৷ তাতে সকলেই নেগেটিভ৷ তাঁর দাবি, করোনা ভাইরাসে আক্রান্ত মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল৷ তাছাড়া, কোয়ারেন্টাইনে যাঁরা রয়েছেন তাঁদেরও এখন কোনও লক্ষণ দেখা যায়নি৷
মন্ত্রী বলেন, রাজ্যে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মহিলার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের সকলকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে৷ তিনি জানান, উদয়পুরে ৩৯ জন এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ২০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে৷ এছাড়া, পশ্চিম জেলায় ২৮ জন, সিপাহিজলা জেলায় ১০ জন এবং দক্ষিণ জেলায় ১ জনকে বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ তাঁর দাবি, প্রাতিষ্ঠানিক এবং বাড়িতে কোয়ারেন্টাইনে যাঁরা রয়েছেন তাঁরা সকলেই ভালো আছেন৷ এখনও করোনা ভাইরাসে আক্রান্তের কোনও লক্ষণ দেখা যায়নি৷
এদিকে, ওই মহিলার অতি সংস্পর্শে ছিলেন এমন ১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল৷ তাঁদের মধ্যে ৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ তিনি জানান, ওই মহিলার স্বামী, মেয়ে, নাতনি, এক ভাই ও মা এবং অতি সংস্পর্শে আসা আরও তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে৷
করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ নিয়ে এদিন মাইক্রো বায়োলজিস্ট ডা. তপন মজুমদার বলেন, রিয়েল টাইম পিসিআর মাধ্যমে সমস্ত নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ এক্ষেত্রে অনলাইনে এনআইবি পুণে রিপোর্ট দেখছে৷ তাঁর দাবি, নির্দেশিকা মোতাবেক কোনও পজিটিভ রোগী পাওয়ার ১০ মিনিটের মধ্যে তা ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাতে হবে৷ এর পরই তা ঘোষণা করা হয়৷ তিনি বলেন, ত্রিপুরার প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত মহিলা এখন একদম সুস্থ৷ হালকা সংক্রমণ হয়েছে তাঁর৷ তবুও প্রতি ৪৮ ঘণ্টা অন্তর তাঁর নমুনা সংগ্রহ করা হবে৷ পর পর দুবার রিপোর্ট নেগেটিভ আসলে তাঁকে রোগমুক্ত বলে ঘোষণা করা হবে৷
এদিন ডা. তপন মজুমদার বলেন, ত্রিপুরায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর শুনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিলেন৷ তাই, হয়ত লালারস সংগ্রহে সামান্য ত্রুটি হয়েছে৷ ফলে, ৯ জনের পুনরায় নমুনা সংগ্রহ করা হয়েছে৷ তিনি বলেন, অনেকগুলি ধাপ পেরিয়ে ওই রিপোর্ট তৈরি হয়৷ ফলে, রিপোর্ট সম্পূর্ণ বিশ্বাসযোগ্য বলে দাবি করেন তিনি৷ সাথে যোগ করেন, আজ মধ্যে রাতের মধ্যেই ওই ৯ জনের রিপোর্ট এসে যাবে বলে তিনি জানিয়েছিলেন৷
রাতের মধ্যেই বাকি ৯ জনের রিপোর্ট চলে আসে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পৌণে ১২টা নাগাদ ট্যুইট করে বলেন কোভিড-১৯ আক্রান্ত ত্রিপুরার একমাত্র রোগীর অতি সংস্পর্শে আসা ১৭ জনেরই দ্বিতীয় দফার রিপোর্টে নেগেটিভ এসেছে৷ তারা সকলেই কোয়ারেন্টাইনে নজরদারীতে রয়েছেন৷ তিনি এদিন আবেদন করেন, অযথা আতঙ্কিত হবেন না৷ রাজ্য সরকারকে প্রত্যেকেই সহায়তা করুন৷ কোন সাহায্যের প্রয়োজন হলে সরকারের সাথে যোগাযোগ করুন৷ তাঁর দাবি, রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য আমরা দিনরাত কাজ করছি৷ তাঁর আরও আবেদন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন৷ একত্রিত ভাবে আমরা এই মহামারী পরিস্থিতি কাটিয়ে উঠব৷