নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): মারণ করোনাভাইরাসের প্রকোপ রুখতে দেশজুড়ে ২১ দিনের জন্য লাগু করা হয়েছে লকডাউন। এই লকডাউনের ফলে দুর্দশার মধ্যে দিন কাটছে দেশের দরিদ্র, শ্রমজীবী মানুষের, বহু দরিদ্র পরিবার না খেয়েই দিন কাটাচ্ছে। সকালে খাওয়ার পর রাতে কী খাবেন, তা জানা নেই অনেকেরই। লকডাউন চলাকালীন দরিদ্রদের প্রতি নরেন্দ্র মোদী সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। বুধবার একাধিক টুইট করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন চিদম্বরম।
টুইট করে চিদম্বরম লিখেছেন, বেকারত্ব এবং দৈনিক মজুরি/আয় বন্ধ… দরিদ্রদের হাতে অবিলম্বে নগদ টাকা দেওয়া উচিত। সরকারের কৃপণতা এবং অবহেলা দরিদ্রদের কষ্টকে আরও জটিল করে তুলেছে। একইসঙ্গে চিদম্বরমের মতে, করোনাভাইরাসের সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই লকডাউন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।