নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল ৷৷ আইজিএম হাসপাতালের দন্ত বিভাগের বহির্বিভাগে ভোররাতে অগ্ণিকাণ্ডের ঘটনা সংগঠিত হয়েছে৷ খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন আয়ত্ত্বে আনে৷ শর্টসার্কিট থেকেই অগ্ণিকাণ্ডের সূত্রপাত৷ শর্টসার্কিটের ফলে একটি এসি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷
অন্যকোন জিনিসপত্র তেমন ক্ষয়ক্ষতি হয়নি৷ জানা যায়, বেসরকারি নিরাপত্তা কর্মীরা হঠাৎই কালো ধোয়া দেখতে পেয়ে দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনী এসে পরিস্থিতি শামাল দেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে আইজিএম হাসপাতাল৷