নয়াদিল্লি, ৪ মার্চ (হি. স.): করোনা পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা: হর্ষবর্ধন।বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস রোধ করার জন্য কেন্দ্রীয় সরকার সচেষ্ট বলে জানিয়েছেন তিনি।
শনিবার লোক নায়ক জয়প্রকাশ হাসপাতাল পরিদর্শনে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। পরে তিনি জানান, দেশে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই, মাস্ক, ভেন্টিলেটরের কোনও অভাব নেই। করোনা মোকাবিলায় দ্রুততার সাথে চিকিৎসা সরঞ্জাম কেনা হচ্ছে। এখন সেই প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। শীঘ্রই তা চলে আসবে। পরে চাহিদা অনুসারে তা রাজ্যগুলির মধ্যে বন্টন করা হবে।
এদিন এই হাসপাতালের কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। বর্তমানে এই হাসপাতাল করোনায় আক্রান্ত ২৯০ জনের চিকিৎসা চলছে।
অন্যদিকে এদিন দিল্লি রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, দিল্লির হাসপাতালগুলিতে ৭ থেকে ৮ পিপিই রয়েছে। যা আগামী দুই থেকে তিনদিনের মধ্যেই ফুরিয়ে যাবে
ফলে কেন্দ্রের কাছে ৫০ হাজার পিপিই চাওয়া হয়েছে
বর্তমানে দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮৬।