নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.): উত্তরপ্রদেশের হাসপাতালে চূড়ান্ত অসভ্যতা করছেন দিল্লির নিজামুদ্দিন ফেরত করোনা আক্রান্তরা। গাজিয়াবাদের এমএমজি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছয় জনের বিরুদ্ধে উলঙ্গ হয়ে ঘোরা ও নার্সদের অশালীন ইঙ্গিত করার অভিযোগ । ঘটনায় তবলিগি জামাতের ৬ সদস্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই ওই ছ’জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। গাজিয়াবাদের ওই হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ইসলামিক সংগঠনের এই ছয় সদস্য ওয়ার্ডের যেখানে রয়েজন রয়েছে, সেখানে যেতেই পারছেন না নার্সরা। কখনও নিজামুদ্দিন ফেরত ওই ছয় করোনা আক্রান্ত নিজেদের পোশাক খুলে সম্পুর্ন উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে ওয়ার্ডের মধ্যে। এমনকি কোন নার্সকে দেখলেই তাঁদের কাছে তারা বিড়ি,সিগারেট চাইছে। নার্সরা তা দিতে অস্বীকার করলে অসভ্য ভাষায় তাদের গালিগালাজ করা হচ্ছে বলে অভিযোগ।
গোটা ঘটনা নিয়ে রীতিমত ক্ষুব্ধ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনিও পুলিশকে কঠোরতম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, চিকিত্সক-স্বাস্থ্যকর্মীদের অভিযোগ পাওয়ার পর মহিলাদের নিরাপত্তার খাতিরে নেওয়া হল আরও একটি সিদ্ধান্ত। এবার থেকে জামাতের সদস্যদের দেখাশোনা করতে কোনও মহিলা চিকিত্সক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের নিয়োগ করা হবে না। সুরক্ষার দায়িত্ব দেওয়া হবে না কোনও মহিলা পুলিশকে।

