নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি৷ তাই, ত্রিপুরায় অবিলম্বে সমস্ত মসজিদ সাময়িক বন্ধ রাখা উচিত৷ কারণ সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই সারা ত্রিপুরায় মন্দিরগুলিতে পূজার্চনা সাময়িক বন্ধ রাখা হয়েছে৷ বুধবার সাংসদ প্রতিমা ভৌমিক এ-ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন৷


প্রতিমা ভৌমিক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াসে নিজামউদ্দিনের ঘটনা জল ঢেলে দিয়েছে৷ আজ সারা দেশ আতঙ্কে ভুগছে৷ তিনি বলেন, সমস্ত তবলিগ এখন বন্ধ রাখা উচিত৷ জননিরাপত্তা যেখানে মুখ্য সেখানে ধর্মীয় সভা থেকে আপাতত বিরত থাকাই শ্রেয়৷ তাঁর কথায়, ত্রিপুরার বেশ কয়েকজন ওই জমায়েতে অংশ নিয়েছেন৷ তাদের অনেকেই ত্রিপুরায় ফিরে আসেননি৷ তাঁদের বলেছি, যেখানে অবস্থান করছেন সেখানেই থাকুন৷ সহায়তা প্রয়োজন হলে ত্রিপুরা সরকার ব্যবস্থা করবে৷


এদিন তিনি বলেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান সকলেরই মৌলিক অধিকার৷ কিন্তু, বর্তমান সময়ে পরিস্থিতির গুরুত্ব বুঝে ধর্মীয় রীতিনীতি বাড়িঘরেই সীমাবদ্ধ রাখা উচিত৷ সর্বজনীন স্থানে একত্রিত হয়ে ধর্মীয় অনুষ্ঠান বিপদ ডেকে আনবে৷ তাই তিনি অবিলম্বে ত্রিপুরায় সমস্ত মসজিদ বন্ধ রাখার ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন৷ তাঁর বক্তব্য, করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে সারা ত্রিপুরায়৷ এই পরিস্থিতিতে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির থেকে শুরু করে সমস্ত মন্দিরে পূজার্চনা বন্ধ রাখা হয়েছে৷ এমন-কি, দুর্গাবাড়িতে ঐতিহ্যবাহী বাসন্তী পূজা শুধুই নিয়ম রক্ষায় হচ্ছে৷ কাউকে অঞ্জলি নিতে দেওয়া হচ্ছে না৷ তাই মসজিদগুলিও আপাতত বন্ধ রাখা উচিত৷


সাথে তিনি যোগ করেন, সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি৷ সে-ক্ষেত্রে প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে বাজার করা থেকেও বিরত থাকা উচিত৷ যতটা প্রয়োজন তার থেকে বেশি এই মুহূর্তে কাম্য নয়৷ তাঁর আবেদন, বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *