নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল : খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব বুধবার মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন৷ বৈঠকে ত্রিপুরা মর্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়, খাদ্য দপ্তরের নবনিযুক্ত সচিব তপন দাস, সদর এসডিএম অসীম সাহা প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন৷ খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব জানান, মহারাজগঞ্জ বাজারের একাংশ ব্যবসায়ী সরকারী নির্দেশ অমান্য করে নিত্য পণ্যের অধিক মূল্য আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে৷
আঙুল মুসরী ডাল প্রতিকেজি ১০০ টাকা দরে বিক্রি করার কথা থাকলেও ১৩০ টাকা দরে আদায় করা হয়েছে৷ অবশ্য তারা ১৩০ টাকা মেমো দিতে অস্বীকার করছে৷ সুকটার সরিষার তেলের এক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটেছে৷ সরকার এসব বেআইনি কাজ কর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খাদ্যমন্ত্রী৷