কলকাতা, ১এপ্রিল (হি. স.) : নিজামুদ্দিন মারকাজের উদ্যোক্তারা জানতেন কুয়ালালামপুরে এরকম একটা জামাতে করোনা ভাইরাস ছড়িয়েছে। বুধবার টুইট করে এই মন্তব্য করেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। তিনি বলেন ওই জামাত হয়েছিল ২৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। তা সত্ত্বেও ওরা আবার এরকম করল। সব রকম ভাবে এর নিন্দা করতে হয়। এর প্রতিকার দরকার। কিন্তু জামিয়া, এসএফআই, এ আইএসএ এরা বলছে এটা ‘ইসলামফোবিয়া‘।
বুধবার তথাগতবাবুর এই টুইটের প্রেক্ষিতে বেশকিছু শেয়ার এবং প্রতিক্রিয়া হয়েছে। একটি টুইটের উত্তরে তিনি জানিয়েছেন লিখেছেন, “কিন্তু কারুর প্রতি বিদ্বেষ পোষণ করবেন না ভাই ! সবাই তো মানুষ ! বরং বলুন, “মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না”?
তথাগতবাবুর টুইটের প্রেক্ষিতে পার্থপ্রতীম রায়চৌধুরী লিখেছেন,”পীরজাদা কাশেম সিদ্দিকীর মনস্কামনা শুনুন! ভাইরাসের সংক্রমণে ভারতেবর্ষের ৫০ কোটি মানুষের মৃত্যু চাইছে শুয়ার টা!”
শঙ্কর দত্ত লিখেছেন, “যারা আত্মঘাতী বোম্ব দিয়ে নিজের শরীর সহ পুরো এলাকা উড়িয়ে দিতে পারে।তারা নিজে কোরোনা বাহক হয়ে অপরকে সংক্রমণ করতে পারে। এ আর এমন কী?“
শ্রীকুমার দত্ত লিখেছেন, “কিন্তু হিন্দু’রা তো বহুকালধরেই দেয়াল ধরে দাঁড়িয়ে আছে, আর কত? ঐ “গরুখেগো” গুলোকে না আটকাতে পারলে তো, মহাবিপদ, কাজেই দেয়াল ভাঙতেই হবে, হবেই হবে!!!