BRAKING NEWS

আমবাসা, তেলিয়ামুড়া ও ধর্মনগরে বনে ভয়াবহ অগ্ণিকান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ বিধবংসী অগ্ণিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি আমবাসা ইকোপার্কটি৷ মঙ্গলবার সকালে আমবাসা পৌর পরিষদের কর্মীরা আমবাসা ইকো পার্ক সংলগ্ণ জায়গায় আবর্জনা ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়৷ সেই সময় এলাকাবাসীরা তাদের সতর্ক করে৷ কিন্তু তারপরেও পৌর পরিষদের কর্মীরা আবর্জনায় আগুন ধরিয়ে দেয়৷ সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা ইকো পার্কটিতে৷


আমবাসা বন দপ্তরের অধীনে রয়েছে এই ইকো পার্কটি৷ গোটা ইকো পার্কটিতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন৷ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে আমবাসা অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়৷ কিছুক্ষণ পর সালেমা থেকে ছুটে আসে ইঞ্জিন৷ মোট তিনটি ইঞ্জিনের সহযোগিতায় ২ ঘন্টা লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ দমকল কর্মীদের প্রচেষ্টায় অল্পতে রক্ষা পায় গোটা এলাকা৷ আমবাসা বন দপ্তরের রেঞ্জার জানায় গোটা ঘটনাটির খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমবাসা বন দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনা চেষ্টা চালায়৷ পার্কটির হাফ হেক্টরের মত জায়গার ক্ষয়ক্ষতি হয়৷ অন্যদিকে এক সাক্ষাৎকারে আমবাসা ফায়ার সার্ভিসের ওসি বিভাস পাল জানায় ঘটনার খবর পেয়ে তারা ছুটে যায় ঘটনাস্থলে৷ মোট তিনটি ইঞ্জিনে সহযোগিতায় দু’’ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন৷ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পৌর পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় সাংবাদিকরা৷


তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকার পাহাড়ের জঙ্গলে মঙ্গলবার কে বা কারা আগুন লাগিয়ে দেয়৷৷ তেলিয়ামুরার বন কর্মীরা নিত্য দিনের মত এদিন সকাল বেলা টহল দারি চালানোর জন্য বের হয়৷ বন কর্মীরা মুঙ্গিয়াকামীর জুম বাড়ি থেকে চাকমাঘাট আসার পথে জঙ্গলে আগুনের লেলিহান শিখা দেখতে পায়৷ এই অবস্থায় বন কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে৷ পরে অবস্থা বেগতিক বুঝে বন কর্মীরা তেলিয়ামুড়া স্থিত দমকল কর্মীদের খবর দেন৷ খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনা স্থলে গিয়ে আগুন আয়ত্বে আনে৷ অল্পেতে রক্ষা পায় জংলের পাশে থাকা বাড়ি ঘড় গুলি৷ বন কর্মীরা জানান শুখার মরশুম শুরু হয়েছে৷ এই অবস্থায় জংলের বহু গাছ , গুল্ম সুকিয়ে গেছে৷ যে কারণে কে বা কারা এই শুকনো বনে আগুল লাগিয়ে দিয়েছে বলে তাদের অনুমান৷
ভয়াবহ অগ্ণিকান্ড থেকে রক্ষা হলো ধর্মনগর মহকুমা চন্দ্রপুর এলাকার সূত্র পাড়া৷ ঘটনার বিবরণে জানাযায় প্রথমে অগ্ণিনির্বাপক দপ্তরে আসে কল ধর্মনগর মহকুমার বউরাকান্দি এলাকা থেকে৷ সেখানে ছুটে যান ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা সেখানে গিয়ে দেখতে পান বুড়াকান্দি এলাকার এক পরিত্যক্ত বাড়িতে আগুন লেগেছে, এবং বাড়ির আশেপাশে থাকা জঙ্গলে আগুন সেই আগুন নিয়ন্ত্রণে আনার পথেই আসে আরেকটা কল৷ জানাজা ধর্মনগর মহাকুমার চন্দ্রপুর সূত্রধর পাড়াতে অঙ্গনারী সুকলে আগুন লেগেছে৷তৎক্ষণাৎ দমকলবাহিনী ছুটে আসেন সূত্রধর পাড়ায়এসে দেখতে পান অঙ্গনারী সুকলের আশেপাশে জঙ্গলে আগুন লেগেছে৷যথারীতি দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন৷ দমকল বাহিনী ঠিক সময় আসাতে বেঁচে গেল প্রায় শ’’খানেক পরিবার৷ দেখা যাচ্ছে ইদানিং উত্তর জেলার বিভিন্ন এলাকায় কে বা কারা জঙ্গলে আগুন লাগাচ্ছে৷আর সেই আগুন নিয়ন্ত্রণে করতে যাচ্ছে দমকল বাহিনী বারবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *