ট্রেনের মধ্যেই গড়ে তোলা হবে কোয়ারেন্টাইন

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি. স.):   করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য এগিয়ে এল ভারতীয় রেল। এবার ট্রেনের কামরার ভেতরই গড়ে তোলা হল কোয়ারেন্টাইন। উত্তর রেলওয়ের তরফ থেকে ১০ বগির গোটা ট্রেনের মধ্যে পুরোদস্তুর আইসলেশন এবং কোয়ারেন্টাইন গড়ে তোলা হয়েছে। করোনা রোধে গোটা ট্রেনটিকেই হাসপাতালে পরিণত করা হয়েছে।  

উত্তর রেলওয়ের মুখপাত্র দীপক কুমার জানিয়েছেন, একটি কোচের ভেতর ১০ টি আইসোলেসন ওয়ার্ড তৈরি হয়েছে। রেল বোর্ডের ছাড়পত্র পেলে রেলের বাকি জোন গুলিও একই পথ অনুসরণ করবে। মূলত দুর্গম অঞ্চলে করোনা রোগীদের উদ্ধার করে চিকিৎসা করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি কামরায় ২২০ ওয়াটের বৈদ্যুতিক বোর্ড বসানো হয়েছে।কামরার মধ্যে থাকা মধ্যবর্তী বার্থ সরিয়ে দেওয়া হয়েছে। দরজার সংখ্যাও একটি কমানো হয়েছে। ট্রেনের শৌচাগার গুলিতে হাত ধোয়ার বেসিন, মগ, বালতি র ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কামরায় চিকিৎসার সরঞ্জাম রাখা হয়েছে।