নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ৷ মৃত ব্যক্তির নাম শঙ্কর ওরফে মনু ফার্সি৷ ঘটনা বৃহস্পতিবার রাতে কমলপুর থানার অন্তর্গত নোয়াগাও পঞ্চায়েতের দশ নম্বর গ্রামে৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার নোয়াগাও গ্রাম পঞ্চায়েতের প্রধানের নিকট খবর আসে যে গ্রামের এক বাড়িতে বাংলাদেশ থেকে লোক এসেছে৷ সেই মোতাবেক গ্রামের প্রধান, উপপ্রধান শঙ্কর ওরফে মনু ফার্সিকে সাথে নিয়ে রাতে সেই বাড়িতে ছুটে যায়৷
কিন্ত সেখানে গিয়ে তারা কোন বাংলাদেশি পায়নি৷ সেখান থেকে বাড়ি ফিরে আসার সময় এক দল দুষৃকতি তাদের উপর হামলা চালায়৷ এতে ঘটনাস্থলে মৃত্যু হয় শঙ্কর ওরফে মনু ফার্সির৷ গুরুতর ভাবে আহত হয় প্রধান প্রদীপ মালাকার৷ তাকে ভর্তি করা হয় বিমল সিংহ মেমোরিয়াল হাঁসপাতালে৷ পরবর্তী সময় সেখান থেকে তাকে জিবি হাঁসপাতালে স্থানান্তর করা হয়৷ যতটুকু জনা গেছে মৃত শঙ্কর ওরফে মনু ফার্সিকে এক সময় সিপিআইএম-এর সমর্থক ছিল৷
বিধানসভা নির্বাচনের পূর্বে শে বিজেপিতে যোগদান করে৷ সরকার ক্ষমতায় আসার পর প্রদীপ মালাকার বিজেপির বুথ সভাপতি হন, এবং শঙ্কর ওরফে মনু ফার্সিকে পৃষ্ঠা প্রমুখ করা হয়৷ তার পর থেকে তারা নোয়াগাও গ্রামে রাজ করতে থাকে৷ গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা আদায় করতো তারা৷ মৃত শঙ্কর ওরফে মনু ফার্সির মা ও স্ত্রী সংবাদ প্রতিনিধিদের কাছে স্বীকার করে যে শঙ্কর ওরফে মনু ফার্সির শত্রু ছিল৷ তাকে হত্যা করা হয়েছে বলেও তারা অভিযোগ করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে নোয়াগাও গ্রাম পঞ্চায়েত সহ শহর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ পুলিশ সন্দেহ জনক ভাবে দুজনকে গ্রেপ্তার করেছে৷

