BRAKING NEWS

করোনা : জিবি হাসপাতালে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য সরকার ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে৷ রাজ্য জুড়ে চলছে লক ডাউন৷ করুণা আক্রান্ত কোন রোগী পাওয়া গেলে তার চিকিৎসার জন্য জিবি হাঁসপাতালে ব্যবস্থা করা হয়েছে৷ তাছাড়া পর্যবেক্ষণে রাখার জন্যও পৃথক কক্ষের ব্যবস্থা করা হয়েছে৷ করোনা ভাইরাস মোকাবেলায় জিবি হাঁসপাতালের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে বৃহস্পতিবার জিবি হাঁসপাতালে যান মন্ত্রী রতন লাল নাথ৷ ঘুরে দেখেন সকল ব্যবস্থাপনা৷ সাথে ছিলেন জিবি হাঁসপাতালের এমএস ডাক্তার রঞ্জিত দাস৷


হাঁসপাতালের এমএসের সাথে করোনা মোকাবেলার যাবতীয় ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ৷ পরে সংবাদ প্রতিনিধিদের তিনি জানান৷ করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য প্রস্তুত ছিল না৷ তারপরও চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী সকলে নিজেদের জীবনকে বাজি রেখে দিনরাত কাজ করে যাচ্ছেন৷ তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি জিবি হাঁসপাতাল পরিদর্শনে এসেছেন৷ জিবি হচ্ছে মূল চিকিৎসা কেন্দ্র৷ পর্যবেক্ষণে রাখার জন্য পৃথক কক্ষের ব্যবস্থা রয়েছে৷


সেখনে বর্তমানে ৭ জন রয়েছে৷ এখনো পর্যন্ত রাজ্যে কোন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় নি৷ এইটা একটা ভালো দিক৷ জিবি হাঁসপাতালে যা ব্যবস্থা রয়েছে সবকিছু ঠিক রয়েছে৷ যারা কাজে আসছে, দূরত্ব বজায় রেখে কাজ করছে৷ রাজ্যে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯০৩ জনের মতো৷ এছাড়াও ১২ টি কোয়ারেন্টাইন সেন্টারে আরও ৪০ থেকে ৫০ জনের মতো রয়েছে৷ করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য সরকার সফল হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *