অসমকে ‘অশান্ত অঞ্চল’ ঘোষণা করে গোটা রাজ্যে ফের বলবৎ আফস্পা

গুয়াহাটি, ১৮ মার্চ (হি.স.) : অসমে আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট (আফস্পা বা এএফএসপিএ) ১৯৫৮। রাজ্যকে ‘অশান্ত অঞ্চল’ বিবেচনা করে অসম সরকারের সুপারিশের ভিত্তিতে এর সময়সীমা আরও বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এক সরকারি বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের কয়েকটি সশস্ত্র উগ্রপন্থী সংগঠন মূলস্রোতে ফিরে আসলেও নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গেছে৷ গত বছরের ২৮ আগস্ট থেকে ছয় মাসের জন্য বলবৎ করা হয়েছিল আফস্পা। এর মেয়াদ সম্পূর্ণ হলে আরও ছয়মাসের জন্য আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্ট বলবৎ করা হল।

উগ্ৰপন্থীজনিত ঘটনাবলি গত কয়েক বছরে হ্ৰাস পেয়েছে বলে অসম থেকে ‘অশান্ত অঞ্চল’ এবং আফস্পা প্রত্যাহারের বিষয়ে বিভিন্ন মহলে চৰ্চা চলছিল। উগ্রপন্থী সংগঠন আলফা-র নাশকতায় রাজ্যের বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছিল। তখন, ১৯৯০ সালের ২৭ নভেম্বর অসমে সশস্ত্ৰ বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) বলবৎ করা হয়। ইতিমধ্যে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে রাজ্য সরকারের তথ্যের ভিত্তিতে সুদীৰ্ঘ ৩০ বছর পর গত মে মাসে অসম থেকে আফস্পা প্ৰত্যাহার করার প্রস্তুতি নিচ্ছিল কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র দফতর।

কিন্তু, রাজ্যের সাম্প্রতিককালের নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করে অসমের গৃ্হ ও রাজনৈতিক বিভাগ আফস্পা-কে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারিভাবে বলা হয়েছে, “অসমের গত ছয় মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অসম সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে সশস্ত্ৰ বাহিনীর (বিশেষ ক্ষমতা) আইন, ১৯৫৮-এর ধারা ৩ অনুযায়ী সমগ্ৰ অসম রাজ্যকে আগামী ছয় মাস পর্যন্ত ‘অশান্ত অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে।”

এখানে উল্লেখ করা যেতে পারে, অসম, নাগাল্যান্ড, মণিপুর এবং অরুণাচল প্ৰদেশের তেরোটি জেলায় আফস্পা বহাল আছে। ত্ৰিপুরা এবং মেঘালয় থেকে ইতিমধ্যে এই আইন প্ৰত্যাহার করা হয়েছে।