BRAKING NEWS

করোনা ভাইরাস : ভয়ের কারণ নেইসতর্ক থাকুন, অভয় দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতল, ১২ মার্চ৷৷ করোনা ভাইরাস নিয়ে দুশ্চিন্তার কোন প্রয়োজন নেই৷ কারণ, ত্রিপুরায় এখনো কেউ ওই মরণব্যাধিতে আক্রান্ত হননি৷ শুধু তাই নয়, বাইরে থেকে এসে কোন আক্রান্ত রোগী ত্রিপুরায় রয়েছেন এমন পাওয়া যায়নি৷ তবে, সতর্ক থাকা খুবই জরুরি৷ শুক্রবার রাতে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এইভাবেই সকলকে অভয় দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তিনি জানিয়েছেন, ত্রিপুরায় এপিডেমিক ডিজিজ এক্ট ১৮৯৭ লাগু করা হয়েছে৷ তাতে, ওই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলে স্বাস্থ্য কর্মীদের ২৪ ঘন্টা চিকিৎসা কাজে নিয়োজিত থাকবেন৷ তাছাড়া, যেকোন সভা, সমাবেশ, মিছিল, মেলা ইত্যাদি ওই আইনের ক্ষমতাবলে বন্ধ কিংবা স্থগিত রাখা যাবে৷
এদিন তিনি বলেন, করোনা ভাইরাস-র জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা গোটা বিশ্বে মহামারী ঘোষণা করেছে৷ ত্রিপুরায় ২৮ জানুয়ারি থেকে করোনা ভাইরাস-র জন্য নজরদারি চালানো হচ্ছে৷ ত্রিপুরায় সমস্ত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়েছে৷ তাঁর দাবি, বর্তমানে জি বি হাসপাতালে করোনা ভাইরাসের সমস্ত পরীক্ষা করা হচ্ছে৷ এর জন্য রক্তের নমুনা বাইরে পাঠানোর কোন প্রয়োজন নেই৷ তাঁর কথায়, ইতিমধ্যে চারটি স্থান চিহ্ণিত করা হয়েছে৷ ওই রোগের প্রাদুর্ভাব দেখা দিলে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে সেখানে৷


তিনি বলেন, এখন পর্যন্ত ৩৭ জনকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হয়েছিল৷ তারা সকলেই ত্রিপুরার বাইরে থেকে এসেছিলেন৷ কিন্তু, সমস্ত পরীক্ষার পর তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন বলে প্রমাণিত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় ওই রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কোন প্রয়োজন নেই৷ তবে, সতর্ক থাকতে হবে৷ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সর্দি, কাশি, জ্বর হলে চিকিৎসকদের সংস্পর্শে যেতে হবে৷ শুধু তাই নয়, কোন রকম রোগ জীবাণু যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে৷


এদিন তিনি বলেন, আজ থেকে ত্রিপুরায় এপিডেমিক ডিজিজ এক্ট ১৮৯৭ লাগু করা হয়েছে৷ ওই আইনের কারণে, স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা প্রদানে বাধ্য থাকবেন৷ রোগের প্রাদুর্ভাব দেখা দিলে ২৪ ঘন্টা স্বাস্থ্য কর্মীরা চিকিৎসায় নিয়োজিত থাকবেন৷ তিনি সতর্ক করে বলেন, করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানো হলে ওই আইনের অন্তর্গত কঠোর ব্যবস্থা নেওয়া হবে৷ তাই মুখ্যমন্ত্রীর পরামর্শ, করোনা ভাইরা নিয়ে গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না৷ এদিন তিনি সাফ জানিয়েছেন, ত্রিপুরায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তাই সুকল, কলেজ বন্ধ রাখার এখনো কোন প্রয়োজনীয়তা পড়েনি৷ সাথে তিনি যোগ করেন, আগামী শুক্রবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে৷ ওই অধিবেশনে বিশেষ কোন সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে কিনা তা পরিষদীয় মন্ত্রী বিধানসভার অধ্যক্ষ এবং বিজনেস অ্যাডভাইসারি কমিটির সাথে বৈঠক করে পদক্ষেপ নেবেন৷


এদিকে, আজ করোনা ভাইরাস নিয়ে তিনদিনব্যাপী চিকিৎসকদের কর্মশালা সমাপ্ত হয়েছে৷ তাতে, ত্রিপুরা সরকার, ওএনজিসি, বিএসএফ-র মোট ১৭০ জন চিকিৎসক অংশ নিয়েছিলেন৷ এছাড়া, করোনা ভাইরাসের ট্রিটমেন্ট প্রটোকল সমস্ত চিকিৎসকদের মধ্যে সরবরাহ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন৷ এদিন তিনি ত্রিপুরাবাসীকে অভয় দিয়ে বলেন, করোনা ভাইরাস নিয়ে নিশ্চিন্তে থাকুন৷ তবে, সতর্কতা অবলম্বন করে চলুন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JAGARAN TRIPURA

FREE
VIEW