BRAKING NEWS

মেঘালয়ে সন্দেহজনক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী, ভরতি শিলঙের নেইগ্রিমস-এ, আতঙ্কিত না হওয়ার আহ্বান

শিলং, ৯ মার্চ (হি.স.) : মেঘালয়ের জনৈক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস হামলা করেছে বলে এক সূত্রে জানা গেছে। জানা গেছে, রবিবার মধ্যরাত প্রায় ১২টা নাগাদ তাঁকে শিলঙে অবস্থিত নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল হেল্থ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স (নেইগ্রিমস)-এ এনে ভরতি করা হয়েছে। তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। শুরু হয়েছে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা।

বিশেষ সূত্রের খবরে প্রকাশ, অতি সম্প্রতি দিল্লি থেকে এসেছিলেন স্থানীয় বাসিন্দা বছর ৩৮-এর তেইবোখলাং নংগ্রুম নামের এক ব্যক্তি। শিলং আসার পথেই তিনি জ্বর, কফ জাতীয় নানা উপসর্গে আক্রান্ত হন। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় নেইগ্রিমস-এ। সেখানে সন্দেহহজনক সিওভিআইডি-১৯ (কোভিড বা করোনা) জাতীয় জটিল উপসর্গে আক্রান্ত হতে পারেন ধারণা করে ডাক্তররা তাঁকে তাৎক্ষণিক নিয়ে ভরতি করেন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। বাস্তবিকই তিনি করোনায় আক্রান্ত কি না তা যাচাই করতে শুরু হয়েছে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা।

তবে তাঁর চিকিৎসকরা জানিয়েছেন, তেইবোখলাং নংগ্রুমকে এখনই করোনা আক্রান্ত বলে তাঁরা ঘোষণা করছেন না। সম্ভবত তিনি সাধারণ ভাইরাসজনিত জ্বর কিংবা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে এখনই আতঙ্কিত না হওয়ার আবেদন জানানো হয়েছে নেইগ্রিমস-এর তরফে। সংশ্লিষ্ট চিকিৎসক জানান, রোগী করোনায় আক্রান্ত হয়েছেন কিনা তা শনাক্ত করতে আজই তাঁর শরীরের প্রয়োজনীয় নমুনা (সেম্পল) কলকাতায় ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এ পাঠানো হয়েছে।

এদিকে রাজ্যের স্বাস্থ্য দফতর তেইবোখলাং নংগ্রুমের শারীরিক অসুস্থতার জন্য আতঙ্ক ছড়াতে বারণ করেছে। সংবাদ মাধ্যমকে স্বাস্থ্য অধিকর্তা বলেছেন, যেহেতু রোগী এখনও করোনা-আক্রান্ত কি না নিশ্চিত করা হয়নি, তাই এখনই এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কোনও অবকাশ নেই। এর পরও যদি কোনও ব্যক্তি বা সংস্থা সংশ্লিষ্ট রোগী সম্পর্কে নেইগ্রিমস-এর ক্লিনিক্যাল রেজিস্ট্রেশন স্লিপ ফাঁস করে তা-হলে তিনি গোপনীয়তা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *