BRAKING NEWS

ত্রিপুরাসহ ১২টি রাজ্যে রেশন পোর্টাবিলিটি-র সুবিধা চালু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ দেশের মধ্যে ১২টি রাজ্যের সাথে রেশন কার্ড পোর্টাবিলিটি সুবিধা রয়েছে ত্রিপুরায়৷ ফলে ওই রাজ্যগুলিতে গিয়ে ত্রিপুরার নাগরিক রেশন সামগ্রী তুলতে পারবেন৷ গত ১ জানুয়ারি থেকে ওই সুবিধা চালু হয়েছে৷ এতে একের পর এক রাজ্য যুক্ত হয়েছে৷


মূলত, এক দেশ এক রেশন যোজনার অধীন এই সুবিধা প্রদান করা হচ্ছে৷ এ-বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব বলেন, ত্রিপুরা-সহ অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান এবং তেলেঙ্গানায় রেশন কার্ড পোর্টাবিলিটি সুবিধা চালু হয়েছে৷ জুন-জুলাইয়ের মধ্যে বাকি রাজ্যগুলির সাথেও এই সুবিধা উপলব্ধ হয়ে যাবে৷


মন্ত্রীর কথায়, ত্রিপুরায় ৯ লক্ষ ১৭ হাজার ৯৭৪টি রেশন কার্ড রয়েছে৷ তার মধ্যে প্রতি মাসে গড়ে ৮ লক্ষ ৭৫ হাজার কার্ড ব্যবহার হচ্ছে৷ তাঁর দাবি, রেশন কার্ড পোর্টাবিলিটি চালু হওয়ার পর থেকে ২৩,৬৪১ জন এই সুবিধার সুযোগ নিয়েছেন৷ তাঁরা ত্রিপুরার বিভিন্ন রেশন দোকানে রেশন সামগ্রী সংগ্রহ করেছেন৷


তিনি জানান, ত্রিপুরায় ১৮১২টি রেশন দোকান রয়েছে৷ তার মধ্যে প্রায় ৩৮টি রেশন দোকান এখনও ইন্টারনেট সুবিধার ব্যবস্থা করতে পারেনি৷ তাই সেখানে ম্যানুয়ালি রেশন সামগ্রী প্রদান করা হচ্ছে৷ তাঁর দাবি, ওই রেশন দোকানগুলিতে অনলাইন ব্যবস্থা চালু করার জন্য বিভিন্ন টেলিকম সার্ভিস প্রোভাইডারদের সাথে আলোচনা হয়েছে৷ কিন্তু, এখনও কোনও সুরাহা হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *