BRAKING NEWS

পিএমসি, ইয়েস ব্যাঙ্কের পর এবার কোন ব্যাঙ্কের পালা, কেন্দ্রকে কটাক্ষ চিদম্বরমের

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): পিএমসি ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্কের পর এবার কোন ব্যাঙ্কের পালা ? শুক্রবার এভাবেই ইয়েস ব্যাঙ্ক নিয়ে টুইটারে কেন্দ্রের ভূমিকাকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। সেই সঙ্গে এই অবস্থায় সরকারের কী করা উচিত তাও বলে দিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী |

শুক্রবার টুইট করে তিনি বলেন,  “৬ বছর ধরে বিজেপি ক্ষমতায় আছে। কী ভাবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করছে তা দেখাই যাচ্ছে! প্রথমে পিএমসি ব্যাঙ্ক। এ বার ইয়েস ব্যাঙ্ক। সরকার কি এ সব নিয়ে আদৌ ভাবিত নয়? ” সরকারকে তীব্র আক্রমণ করে চিদম্বরম আরও বলেন, “যা হচ্ছে তার দায় কি সরকার অস্বীকার করতে পারবে? পিএমসি ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক হল, এ পর কোন ব্যাঙ্কের পালা?”

সেই সঙ্গে এই অবস্থায় সরকারের কী করা উচিত তাও বলে দিলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী | তিনি বলেন, “এক টাকায় ইয়েস ব্যাঙ্কের ঋণের বই কিনে নেওয়া উচিত স্টেট ব্যাঙ্কের। পাশাপাশি, ঋণগুলো উদ্ধার করে আমানতকারীদের আশ্বস্ত করা যে তাঁদের টাকা সুরক্ষিত থাকবে। এবং ফেরতও দেওয়া হবে।”  
উল্লেখ্য, বৃহস্পতিবার ইয়েস ব্যাঙ্কের পরিচালন পর্ষদ ভেঙে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। সেই সঙ্গে নির্দেশিকা জারি করে গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধে দেয় ৫০ হাজার টাকা। ৩ এপ্রিল পর্যন্ত নির্দেশ বলবত থাকবে। এই সময়ের মধ্যে ইয়েস ব্যাঙ্ক কোনও ঋণও দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে আরবিআই।যদিও শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ‘‘আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তাঁদের যাবতীয় আমানত সুরক্ষিত থাকবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *