নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন সত্যগোপাল চট্টোপাধ্যায়৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে তাণর নামের প্রস্তাবে অনুমোদন দিয়েছিল৷ আজ বুধবার কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রক তাঁর নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করেছে৷
প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টে বর্তমানে প্রধান বিচারপতি-সহ মোট তিনজন বিচারপতি রয়েছেন৷ সত্যগোপাল চট্টোপাধ্যায়ের নিযুক্তিতে ত্রিপুরা হাইকোর্টে বিচারপতির সংখ্যা দাঁড়াবে চারে৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি, বিচারপতি সুভাশিস তলাপাত্র এবং বিচারপতি অরিন্দম লোধ বর্তমানে উচ্চ আদালতের যাবতীয় মামলার নিষ্পত্তি করছেন৷
ত্রিপুরায় হাইকোর্ট স্থাপনের পর থেকে কখনও চারজন বিচারপতি ছিলেন না৷ এই প্রথম ত্রিপুরা হাইকোর্ট চারজন বিচারপতি পাচ্ছে৷ সত্যগোপাল চট্টোপাধ্যায় বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব সামলাচ্ছিলেন৷ সুপ্রিমকোর্ট তাঁর নামের প্রস্তাবে অনুমোদন দেওয়ার পর এখন কেন্দ্রীয় আইন মন্ত্রকও তাঁর নিযুক্তিতে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে৷