নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ রাজ্যে পালা বদলের দু বছর পূর্তিতে বেকারদের জন্য উপহারের ডালি নিয়ে হাজির হয়েছে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷ নির্বাচনে জয়ের বর্ষপূর্তিতে অস্নাতক স্তরে ৫৪ জন শিক্ষক নিয়োগে অফার ছেড়েছে ত্রিপুরার শিক্ষা দফতর৷ তাঁদের ৬ মার্চ থেকে ১২ মার্চের মধ্যে কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে৷ শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী তাঁরা প্রতিমাসে ১৬,০৫০ টাকা স্থির বেতন পাবেন৷
অস্নাতক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছিল বেশ কয়েকদিন ধরে৷ টেট উত্তীর্ণ হয়ে প্রচুর চাকরি প্রত্যাশী অপেক্ষায় রয়েছেন৷ অবশেষে মঙ্গলবার শিক্ষা দফতর অস্নাতক শিক্ষক নিয়োগে অফার ছেড়েছে৷ তাতে, ঊনকোটি, ধলাই, উত্তর ত্রিপুরা, দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহিজলা এবং পশ্চিম ত্রিপুরা জেলায় সুকলগুলিতে শিক্ষক নিয়োগ করা হয়েছে৷
শিক্ষা দফতরের নির্দেশিকা মোতাবেক, ঊনকোটি জেলায় সবচেয়ে বেশি অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে৷ ওই জেলায় ১৭ জন অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে৷ এছাড়া, ধলাই জেলায় ৯ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১৩ জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১০ জন, গোমতি জেলায় ৩ জন এবং সিপাহিজলা ও পশ্চিম ত্রিপুরা জেলায় ১ জন করে অস্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছে৷