BRAKING NEWS

ট্রিপারের ধাক্কায় নিহত মহিলা, ১৪ চাকার ট্রাকের চাপায় গুরুতর আহত পথচারী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ চড়িলাম, ১ মার্চ৷৷ টিআর-০৩-বি- ১৬৩৫ নম্বারের ট্রিপারের ধাক্কায় এক মহিলা নির্মাণ শ্রমিকের মৃত্যু৷ ঘটনা রবিবার বিলোনিয়ার সুকান্তনগর পঞ্চায়েতের শংকর মঠ এলাকায়৷ দ্রুত গতিতে ধেয়ে আসা গাড়ীটি মহিলাকে ধাক্কা মেরে চলে যায় বলে জানায় প্রত্যক্ষ দর্শীরা৷ ঘটনাস্থলে ঐ মহিলা শ্রমিকের মৃত্যু হয়৷


গাড়ীটি বিলোনিয়ার দিক থেকে রাজনগরের দিকে যাচ্ছিলো৷ সাথে সাথে এলাকাবাসী ছুটে এসে বিলোনিয়া থানা ও অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে মৃতদেহ বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা৷ মৃত মহিলা নির্মাণ শ্রমিকের নাম দিলপতি ত্রিপুরা, বয়স ৫০৷ মহিলা শ্রমিকের বাড়ি ঋষ্যমুখের রতিমোহন পাড়ার শিবপুরে৷ পরে পুলিশ বড়পাথরি এলাকা থেকে ঘাতক ট্রিপার গারিটিকে আটক করে পুলিশ৷ চালক পলাতক৷ এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় পুলিশ৷
এদিকে, ১৪ চাকার লরি পিষে দিল সত্যজিৎ রায় নামের এক মাঝবয়সী ব্যক্তিকে৷ বর্তমানে ওই ব্যক্তি জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷


ঘটনা রবিবার দুপুরে বিশালগড় বাজারে৷ জানা গেছে এনএল ০১-এডি৬৮৭১ নম্বরের একটি ১৪ চাকার লরি সিমেন্ট নিয়ে উদয়পুর গিয়েছিল৷ গাড়িটি এসেছিল শিলং থেকে৷ উদয়পুরের সিমেন্ট নামিয়ে দিয়ে ফের শিলং ফেরার পথে এই ঘটনা৷ যতদূর জানা গেছে, এই গাড়িটি ডালমিয়া সিমেন্ট কোম্পানির নিজস্ব গাড়ি৷ বিশালগড় বাজারে গাড়িটি আসার পর পেছনের চাকায় পিষ্ট হয় সত্যজিৎ রায় নামের ওই ব্যক্তি৷ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এই দৃশ্য দেখে জোড়ে চিৎকার করে গাড়ি থামানোর কথা বললে চালক গাড়িটিকে থামিয়ে ফেলে৷


কিন্তু ওই ব্যক্তি লরির চাকার নিচেই চাপা পরে ছিল৷ খবর দেওয়া হয় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে৷ সেকান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় জিবিতে৷ বর্তমানে জিবি হাসপাতালে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে, আহত ব্যক্তির বাড়ি বিসালগড়ের নিউ মার্কেট এলাকায়৷ পুলিশ গাড়ির চালক নজরুল ইসলামকে আটক করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *